এইদিন ওয়েবডেস্ক,২৯ এপ্রিল : টেকনিশিয়ান এবং সেফটি ইন্সপেক্টর মিলে ১৮৬ টি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) ৷ তার মধ্যে অপারেশন টেকনিশিয়ান ৯৪ জন,বয়লার টেকনিশিয়ান ১৮ জন,রক্ষণাবেক্ষণ টেকনিশিয়ান (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইনস্ট্রুমেন্টেশন) ৪০ জন,ল্যাব বিশ্লেষক ১৬ জন,জুনিয়র ফায়ার অ্যান্ড সেফটি ইন্সপেক্টর ১৮ প্রার্থীকে নেওয়া হবে বলে জানানো হয়েছে । প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে । আগ্রহী প্রার্থীদের ২১ মে ২০২২ এর আগে আবেদন করার জন্য বলা হয়েছে ৷
শিক্ষাগত যোগ্যতা : অপারেশন টেকনিশিয়ানের জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা,বয়লার টেকনিশিয়ান এর জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, রক্ষণাবেক্ষণ টেকনিশিয়ানের জন্য ইন্সট্রুমেন্টেশন, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স
অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা,
ল্যাবরেটরি অ্যানালিস্টের জন্য অঙ্ক, ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয় নিয়ে বি.এসসি পাশ । কেমিস্ট্রি বিষয়ে মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য । কেমিস্ট্রির প্রথম শ্রেণির এম.এসসি.পাশরাও আবেদনের যোগ্য ।
জুনিয়র ফায়ার অ্যান্ড সেফটি ইন্সপেক্টর পদের জন্য মোট অন্তত ৪০% নম্বর পেয়ে সায়েন্স শাখার গ্রাজুয়েশনের ও ভারি মোটর ভেহিক্যাল (এইচএমভি) সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদনের যোগ্য ।
আবেদনের পদ্ধতি : হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নিজস্ব ওয়েবসাইট www.hindustanpetroleum.com ওপেন করে Career Opportunities-এ গিয়ে
ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম
শো করবে । যাবতীয় তথ্য দিয়ে ও ফটো
আপলোড করে সাবমিট করলেই ১২
ডিজিটের সিস্টেম জেনারেটেড ইউনিক নম্বর বা
রেফারেন্স নম্বর প্রিন্ট করে নিতে হবে । এবার পরীক্ষার ফী বাবদ ৫৯০ টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, নেট ব্যাঙ্কিংয়ে জমা দিতে হবে । তপশিলী ও প্রতিবন্ধীদের কোনো ফী লাগবে না । দরখাস্ত জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে রাখতে হবে ।
নির্বাচন পদ্ধতি : হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে নিয়োগের জন্য প্রার্থীকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং দক্ষতা পরীক্ষায় তাদের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করা হবে ।প্রার্থীদের এই পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে ।।