এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ এপ্রিল : ওয়াকফ সংশোধিত আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুদের নিশানা বানানোর অভিযোগ উঠছে । ইতিমধ্যেই হিন্দু পিতাপুত্রকে নির্মমভাবে কুপিয়ে খুন করার খবর পাওয়া গেছে । হিন্দুদের বহু দোকানপাট, ঘরবাড়ি ও মন্দিরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলেছে বিজেপি। এবারে সংখ্যাগুরু মুসলিমদের অত্যাচারে মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুরা পলায়ন করছে বলে জানালেন রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । তিনি এই পলায়নের জন্য ‘মমতা ব্যানার্জির বেআব্রু তোষণ’কে দায়ি করেছেন । তিনি আজ রবিবার কয়েকটি ভিডিও পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে । ভিডিওতে প্রচুর শিশু,মহিলা ও পুরুষকে নৌকায় নদী পেরিয়ে ব্যাগ হাতে কোথাও যেতে দেখা যাচ্ছে ।
একজন হিন্দু গৃহবধূকে বলতে শোনা গেছে,’ওরা বলছে মোদী আইন পাশ করেছে, একটাও হিন্দুকে টিকতে দেবো না । হিন্দুকে ছুড়ে ফেলে দেবো, হিন্দুদের রাহাজানি করবো, হিন্দুর মাকে চু# । এইরকম বলছে ।’ তিনি আরো বলেন,’হিন্দুর ঘর পুড়িয়ে দিয়েছে, লুটপাট করেছে, সোনাদানা টাকা-পয়সা নিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে । হিন্দুদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। হিন্দুদের প্রত্যেকটা ঘরে আগুন লাগিয়ে দিয়েছে । তিনবার করে ঘর পুড়িয়েছে, তিনবার করে বোমা ফাটিয়েছে৷ আমাদের নাবালক ছেলেমেয়েরা না খেয়ে আছে । মেয়ে ছেলেদের গলায় হাসুয়া ধরছে আর বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে ৷’
যিনি ভিডিও করছিলেন তাকে বলতে শোনা গেছে, ‘দেখুন এই ধরনের অত্যাচারের জন্য মুর্শিদাবাদের অনেক মানুষ প্রাণ বাঁচাতে আমাদের মালদা জেলায় আশ্রয় নিচ্ছে’ । অনেক মানুষ এসেছে নৌকা পার করে। একজন ঘরছাড়া পুরুষকে বলতে শোনা গেছে, ওরা এত অত্যাচার করছে যে সহ্য করা যায় না৷ বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে । পুলিশ আসছে মাঝেমাঝে কিন্তু পালিয়ে যাচ্ছে । থাকার মত জায়গাও নাই এমন অবস্থা করেছে আমাদের ।’ কান্নায় ভেঙে পড়া একজন মহিলা বলেন, ‘আমাদের বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে ।’
সুকান্ত মজুমদার লিখেছেন,শ্যামাপ্রসাদ মুখার্জীর গড়া ‘হিন্দু হোমল্যান্ড’ পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের দুর্বিষহ পরিনতি দেখুন! মমতা ব্যানার্জির বেআব্রু তোষণের রাজত্বে হিন্দুরাই এখন নিজভূমে পরবাসী হয়ে জীবনধারণ করতে বাধ্য…কট্টরপন্থী মৌলবাদী দুষ্কৃতীদের উপদ্রবে ভিটে-মাটি ছেড়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের বেশ কয়েকটি পরিবারকে ঠাঁই নিতে হয়েছে মালদহের পারালাল হাই স্কুল প্রাঙ্গণে !’ তিনি আরও লিখেছেন,’হিন্দুদের জন্য এই চরম বিপদশঙ্কুল দিনেও তৃণমূলের স্থানীয় জনপ্রতিনিধিরা ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে বলে শোনা যাচ্ছে! স্বাধীন ভারতের মাটিতেও বিভাজনের বিভীষিকাময় ইতিহাস পশ্চিমবঙ্গের বাঙালিকে চাক্ষুষ করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় !’

