এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৪ জানুয়ারী : বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা কার্যত তলানিতে । সাম্প্রতিক সময়ে একের পর হিন্দু নিখোঁজ হয়ে যাচ্ছে । আর ফিরছে লাশ হয়ে । গত ১৪ জানুয়ারী সন্ধ্যায় বাংলাদেশের নরসিংদী জেলার বেলাব উপজেলার বেলাব মাটিয়াল পাড়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র মোদকের ছেলে অনয় চন্দ্র মোদক(১৩) পড়াশোনার উপকরণ কিনতে বের হয়েছিল । তাকে অপহরণ করে একলক্ষ টাকা মুক্তিপণ আদায় করা হয় । কিন্তু টাকা দিলেও জীবিত অবস্থায় ফেরেনি ওই কিশোর । অপহরণের ৫ দিন পর স্থানীয় গত সোমবার সকালে আড়িয়াল খাঁ নদী থেকে তার লাশ উদ্ধার হয় ।
সেই ঘটনার জের মিটতে না মিটতেই একের পর এক হিন্দুর নিখোঁজ হয়ে যাওয়ার খবর আসছে বাংলাদেশ থেকে । যশোর জেলার অভয়নগর থানার বনগ্রাম থেকে চন্দ্রিমা মল্লিক (১৮) নামের এই গৃহবধূ নিখোঁজ হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজগুলি । পাশাপাশি বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়ে গেছে জয় দেবনাথ নামে এক হিন্দু যুবক । আজ বৃহস্পতিবার পর্যন্ত তাদের কোনো হদিশ পাওয়া যায়নি ।
প্রতিবেদনে বলা হয়েছে,বুধবার (২২ শে জানুয়ারি) সকাল সাতটায় নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি চন্দ্রিমা মল্লিক । নিখোঁজ চন্দ্রিমা উপজেলার বনগ্রামের পলাশ মন্ডলের স্ত্রী। পলাশ মন্ডল বলেছেন, আত্মীয়-স্বজনের বাড়িতে, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন খোঁজ মেলে মেলেনি চন্দ্রিমার ! স্ত্রীর সন্ধান পেতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মোবাইল নম্বরও শেয়ার করেছেন ।
পাশাপাশি পটুয়াখালীর গলাচিপার জয় দেবনাথ ২০/০১/২০২৫ তারিখ বিকাল ৪:০০ সময় বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়ে গেছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রেও ফোন নম্বর শেয়ার করেছেন পরিবারের লোকজন । থানায় নিখোঁজ ডাইরিও করা হয়েছে । তবে আজ পর্যন্ত পুলিশ তাদের কোনো সন্ধান করতে পারেনি বলে জানা গেছে ।।