এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,০৪ জুন : বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু । এবার জমি দখলে বাধা দেওয়ায় তিন হিন্দু গৃহবধূকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী মুসলিম পরিবারের বিরুদ্ধে । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের জোড়বটতলা এলাকায় । গুরুতর আহত অবস্থায় যোগেন্দ্র চন্দ্র দাসের স্ত্রী শ্রীমতি রানী দাস (৩০), মিলন চন্দ্র দাসের স্ত্রী অঞ্জনা রানী দাস (৩২) এবং কৃষ্ণ চন্দ্র দাসের স্ত্রী রীমা রানী দাসকে (২৭) উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এদিকে অভিযুক্ত তৌহিদুল ইসলাম ও আলমগীর নামে স্থানীয় দুই জমি মাফিয়া প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের পলাতক দেখিয়ে গ্রেফতারের আগ্রহ দেখাচ্ছে না বলে অভিযোগ । যদিও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের সাফাই, এনিয়ে আক্রান্তের তরফ থেকে থানায় নির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের করা হয়নি । অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
জানা গেছে, আক্রান্ত গৃহবধুদের পরিবারের পুরুষ সদস্যরা সকলেই কর্মসুত্রে বাইরে থাকেন । সেই সুযোগে তাঁদের জমির দলিল জাল করে তা দখলের চেষ্টা করছিল জমি মাফিয়া তৌহিদুলরা। যোগেন্দ্র চন্দ্র দাসেদের ওই জায়গাটি উপরে একটি জাম গাছ রয়েছে । জাম পাড়ার অছিলায় বৃহস্পতিবার তৌহিদুল ইসলাম,আলমগীর ও তাদের পরিবারের লোকজন জায়গাটি দখল নিতে যায় । তখন রুখে দাঁড়ান যোগেন্দ্র চন্দ্র দাসের স্ত্রী ও দুই ভাতৃবধু । সেই সময় তৌহিদুল ইসলামরা লাঠিসোঁটা নিয়ে তিন গৃহবধুর উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ ।।