এইদিন ওয়েবডেস্ক,বেরেলি,০৫ সেপ্টেম্বর : মুসলিম মেয়েকে ভালোবাসার অপরাধে খুন হতে হল এক হিন্দু যুবককে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বেরেলি(Bareilly) জেলার শীশগড় থানা এলাকার জিয়ানগালা গ্রামে । পুলিশ জানিয়েছে,নিহতের নাম সুনীল কুমার । অভিযোগ, গ্রামেরই এক মুসলিম মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলায় সুনীলকে খুন করে তার মৃতদেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে । নিহতের বাবা আশা রাম এনিয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।
জানা গেছে,শীশগড় থানা এলাকার জিয়ানগালা গ্রামের বাসিন্দার পেশায় কৃষক আশা রামের একমাত্র ছেলে বছর বাইশের যুবক সুনীল কুমার । আশা রাম গত শনিবার (৩ সেপ্টেম্বর ২০২২) পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানিয়েছেন, ওই গ্রামের নিসার আহমেদের মেয়ের সঙ্গে তাঁর ছেলে সুনীলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল । মাস তিনেক আগে এনিয়ে ঝামেলা করেছিল নিসার আহমেদ ও তার পরিবারের লোকজন । তখন গ্রাম প্রধানের মধ্যস্থতায় মিমাংসা হয় । কিন্তু তারপর থেকেই নিসার আহমেদ,আব্রার আহমেদ,সরফরাজ আহমেদরা মনের মধ্যে শত্রুতা পোষণ করে রেখেছিল ।
আশা রাম অভিযোগপত্রে জানিয়েছেন,গত শুক্রবার রাত্রি ১ টার দিকে ছেলের হোয়াটস অ্যাপে একটি অডিও ও ছবি আপলোড করা হয়েছিল । অডিওতে তাঁর ছেলেকে বলতে শোনা গেছে, ‘আমাকে ছেড়ে দাও। গ্রামের প্রধান মিমাংসা করে দিয়েছেন, তাহলে আমাকে মারছ কেন ?’আশা রাম বলেছেন,ওইদিন রাত ১১টায় তিনি তাঁর ছেলে ঘরে ঘুমোতে চলে গিয়েছিল । কিন্তু কিভাবে সে ঘরের বাইরে গেল তা তাঁদের জানা নেই । তাঁর অভিযোগ, কুতুকপুরের বাসিন্দা ফজল, ইয়াসিন, গুড্ডু ওরফে আবরার, ইসরার আহমেদ, আবরার আহমেদ, সরফরাজ আহমেদ তাঁর ছেলেকে মারধর করে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দিয়ে ঝুলিয়ে হত্যা করেছে ।
জানা গেছে,পরের দিন অর্থাৎ গত শনিবার সকাল ৬ টার দিকে রামধুন নামে গ্রামের এক চাষি জমিতে সেচের কাজে গিয়ে একটি বাগানে আম গাছ থেকে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । তৎক্ষনাৎ তিনি গ্রামের প্রধানকে বিষয়টি জানান । এতপর শীশগড় থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে । পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে নিহত যুবকের পরিবার পরিজন ।।