এইদিন ওয়েবডেস্ক,রাজস্থান,১৩ মে : মুসলিম মহিলার সাথে কথা বলার অপরাধে মুসলিম বন্ধুর হাতে নৃশংস ভাবে খুন হতে হল রাজস্থানের এক হিন্দু যুবককে । রবিবার (১২ মে,২০২৪) রাজস্থানের গঙ্গাপুর (Gangapur) শহরের একটি ফাঁকা জায়গায় খালি অঙ্কিত ওরফে নীলু মীনার(Ankit Meena) গলার নলি কাটা মুখ বিকৃত করা মৃতদেহ উদ্ধার করে পুলিশ । এই খুনের ঘটনায় দুই নাবালকসহ প্রধান আসামি মহম্মদ সালমানকে (Mohd Salman) পুলিশ গ্রেফতার করেছে । পুলিশ সুপার সুজিত শঙ্করের জানিয়েছেন, অঙ্কিতকে পাথর ছুঁড়ে মারার পর অভিযুক্তরা ছুরি দিয়ে আক্রমণ করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান ।
জানা গেছে,বিনেগা গ্রামের বাসিন্দা অঙ্কিত মীনা বিবাহিত । তার ৭ বছরের একটি ছেলে ও ৩ বছরের একটা মেয়ে রয়েছে । তদন্তে পুলিশ জানতে পেরেছে যে অঙ্কিত এবং সালমান একে অপরকে দীর্ঘদিন ধরে চিনত । একটি মুসলিম মেয়েকে নিয়ে তাদের দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। ঘটনার দিন সালমান ও অঙ্কিত একসঙ্গে মদ পান করে । এসময় সালমানের দুই নাবালক সঙ্গীও সেখানে উপস্থিত ছিল । মদ পান করার পরে, অঙ্কিত এবং সালমানের মধ্যে কোনও বিষয় নিয়ে তর্ক শুরু হয়। সেই সময় অঙ্কিতকে ইঁট ও পাথর দিয়ে থেঁতলে হত্যা করে সালমান। পরে ছুরি দিয়ে অঙ্কিতের গলার নলি কেটে দেয়। সালমানের দুই নাবালক সহযোগীও এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে ।
ঘটনাটি ঘটেছে গঙ্গাপুর সিটিতে । এখানে জেলা হাসপাতালের কাছে একটি খালি জায়গায় রবিবার সকালে অঙ্কিতের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় । মৃতদেহের পাশে অঙ্কিতের বাইকও পাওয়া যায় । পুলিশ মৃতদেহটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং মামলা দায়ের করে তদন্ত শুরু করে।
রবিবার (12 মে, 2024) রাজস্থানের গঙ্গাপুর (Gangapur) শহরের একটি খালি প্লটে অঙ্কিত ওরফে নীলু মীনার(Ankit Meena) মৃতদেহ পাওয়া গেছে। ২৭ বছর বয়সী নিহতের মুখ ও মাথা পাথর দিয়ে পিষে ও গলা কেটে ফেলা হয়েছে। এখন এই মামলার প্রধান আসামি সালমানকে(Mohd Salman) তার দুই নাবালক সহযোগীসহ আটক করেছে পুলিশ। একটি মেয়েকে কেন্দ্র করে সালমান ও অঙ্কিত মীনার মধ্যে চলমান বিবাদই এই খুনের কারণ বলে জানা গেছে।
হত্যার আগে আসামি ও নিহতরা একসঙ্গে মদ খেয়েছিলেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গঙ্গাপুর সিটিতে। এখানে জেলা হাসপাতালের কাছে একটি খালি প্লট রয়েছে যেখানে রবিবার সকালে এক যুবকের মৃতদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শনাক্ত করলে মৃতদেহটি বিনেগা গ্রামের বাসিন্দা অঙ্কিত মীনার বলে জানা যায়। অঙ্কিতের মাথা নৃশংসভাবে পিষে দেওয়া হয়। তার মুখেও আঘাত করা হয়। পাশে একটি বাইকও পার্ক করা অবস্থায় পাওয়া গেছে। পুলিশ মৃতদেহটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং মামলা দায়ের করে তদন্ত শুরু করে হত্যার প্রধান আসামি সালমান ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে । পুলিশ তাদেএ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে । পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের দাবির ভিত্তিতে তারা আদালতে এই মামলার বিচার দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে৷ পাশাপাশি নিহতদের স্বজনদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।