এইদিন ওয়েবডেস্ক,ময়মনসিংহ,০৫ সেপ্টেম্বর : চুড়ান্ত বৈষম্যের শিকার হচ্ছে বাংলাদেশের হিন্দুরা । এবারে অফিসের কম্পিউটার ব্যবহার করে ইসকনের তথ্য ও ছবি প্রিন্ট করার ‘অপরাধে’ চাকরিচ্যুত হতে হল এক হিন্দু যুবককে । শিপু চন্দ্র পাল নামে ওই যুবক ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত আকিজ বাঘওয়্যার লিমিটেডে (আকিজ গ্রুপ)-এর কর্মী ছিলেন । সম্প্রতি তিনি অফিসের কম্পিউটার ব্যবহার করে হিন্দু ধর্মাবলম্বী সংগঠন ইসকনের তথ্য ও ছবি প্রিন্ট করেছিলেন । আর তার এই অপরাধের জন্য তাকে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচকরা এই ঘটনাকে ‘সাম্প্রদায়িক’ এবং ‘উগ্র মৌলবাদী’ আচরণের পরিচায়ক আখ্যা দিয়ে আকিজ গ্রুপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আকিজ বাঘওয়্যার লিমিটেডের সুপারভাইসর (পলিশিং, প্রোডাকশন) শিপু চন্দ্র পালকে গত ১০ জুলাই ২০২৫ তারিখে অফিস চলাকালীন সময়ে অফিসের কম্পিউটার নেটওয়ার্ক ও প্রিন্টার ব্যবহার করে ‘ব্যক্তিগত বিভিন্ন ডকুমেন্ট’ প্রিন্ট করার অভিযোগ আনা হয়। কোম্পানির পক্ষ থেকে পাঠানো অপসারণ চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, শিপু চন্দ্র পাল ‘হিন্দু ধর্মাবলম্বী উগ্রবাদী গ্রুপ ইসকন এর’ তথ্য প্রিন্ট করেছেন।
মোঃ মামুন আকতার, সিনিয়র ম্যানেজার, এইচআর এন্ড কমপ্লায়েন্স (ত্রিশাল ক্লাস্টার) স্বাক্ষরিত অপসারণ চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, শিপু চন্দ্র পালের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার জবাব সন্তোষজনক না হওয়ায় একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দেওয়া হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদন, শিপু চন্দ্র পালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীর উপর ভিত্তি করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ফলস্বরূপ, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ২৩ (২ক) ধারা মোতাবেক ১৫ আগস্ট ২০২৫ তারিখ থেকে তাকে চাকরি হতে অপসারণের আদেশ কার্যকর হবে।
এদিকে ইসকনের মত একটা নির্ভেজাল নিরীহ ধর্মীয় সংগঠনকে ‘হিন্দু ধর্মাবলম্বী উগ্রবাদী গ্রুপ’ আখ্যা দিয়ে আকিজ বাঘওয়্যার লিমিটেড আদপে নিজেদের উগ্র ইসলামি মতাদর্শের বহিঃপ্রকাশ করেছে বলে অভিযোগ উঠছে । বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ বলছেন যে ইসকন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ধর্মীয় এবং মানবিক সংগঠন। অফিসের কম্পিউটার ব্যবহার করে ব্যক্তিগত প্রয়োজনে ধর্মীয় তথ্য প্রিন্ট করাকে কেন্দ্র করে একজন কর্মীকে ‘উগ্রবাদী’ তকমা দিয়ে চাকরিচ্যুত করাকে ‘অমানবিক’ এবং ‘সাম্প্রদায়িক বিদ্বেষপ্রসূত’ পদক্ষেপ হিসেবে দেখছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সমালোচক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “এটাই অসাম্প্রদায়িক বাংলাদেশের আসল স্বরূপ !” তিনি আরও বলেন, “আকিজ গ্রুপ যে বিশ্বের কত বড় উগ্র মৌলবাদী জঙ্গি গ্রুপ তা খুব সুন্দরভাবে প্রমাণিত হলো শিপু চন্দ্র পালকে চাকরিচ্যুত করার মাধ্যমে। শিপু চন্দ্র পালের অপরাধ সে অফিসের কম্পিউটার ব্যবহার করে ধর্মীয় এবং মানবিক সংগঠন ইসকনের তথ্য ও ছবি প্রিন্ট করেছে।’
এই ঘটনা বাংলাদেশের শ্রম আইন এবং অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও অফিসের সম্পদের ব্যক্তিগত ব্যবহার অনেক প্রতিষ্ঠানেই বিধিনিষেধের অন্তর্ভুক্ত, তবে একটি ধর্মীয় সংগঠনের তথ্য প্রিন্ট করার কারণে সরাসরি ‘উগ্রবাদী’ হিসেবে আখ্যায়িত করে চাকরিচ্যুতি করার বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে। এটি কি কেবল অফিসের নিয়ম ভঙ্গের কারণে, নাকি এর পেছনে ধর্মীয় বিদ্বেষ কাজ করেছে – এই প্রশ্নই এখন জোরালোভাবে উঠে আসছে। যদিও এই বিষয়ে আকিজ গ্রুপের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি । তবে শিপু চন্দ্র পালকে চাকরিচ্যুত করার চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকারের অধীনে বাংলাদেশে ইসলামি উগ্রপন্থী মানসিকতার ক্রমবৃদ্ধি নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে ।।