এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৪ মে : বাংলাদেশে ফের এক হিন্দু যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে । বাংলাদেশের খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা জামতলীর সুধীর মেম্বার পাড়ায় রাহুল কর্মকার নামে ওই যুবককে কুপিয়ে হত্যা করে বাড়ির পাশের রাস্তায় ফেলে রাখা হয় । বুধবার সকাল ৭ টা নাগাদ স্থানীয় লোকজন তার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে পরিবারকে জানান।
রাহুল কর্মকারের ছোট ভাই জীবন কর্মকার জানান, মঙ্গলবার বিকেলে তার দাদা বাড়ি থেকে বের হন। রাত ৯টা পর্যন্ত মোবাইল ফোনে তার সঙ্গে কথা হয়। এরপর ফোন বন্ধ পাওয়া যায়! কে বা কারা তাকে হত্যা করেছে সেটি এখনও স্পষ্ট নয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
প্রসঙ্গত, শেখ হাসিনাকে উৎখাত করে ইসলামী জঙ্গিগোষ্ঠীগুলি বাংলাদেশের শাসন ক্ষমতা বেআইনিভাবে দখল করার পর থেকেই হিন্দুরা ক্রমাগত আক্রান্ত হচ্ছে । হিন্দু মেয়েদের ধর্ষণ, পুরুষ দের খুন, হিন্দুদের ঘরবাড়ি ও মন্দির লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটছে প্রায় দিন । পাশাপাশি চলছে মেয়েদের অপহরণের পর জোর করে ধর্মান্তরিত এবং মুসলিম পুরুষদের নিকাহ করতে বাধ্য করার ঘটনা । বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জীবন কার্যত খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে ।।