এইদিন ওয়েবডেস্ক,রেবা(মধ্যপ্রদেশ),২৪ জুলাই : নূপুর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অপরাধে প্রতিবেশী হিন্দুর উপর লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল এক মুসলিম কট্টরপন্থী যুবকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেবা(Rewa) জেলার বৈকুণ্ঠপুর থানা এলাকায় । মুকেশ তিওয়ারি নামে আহত ব্যক্তিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । হামলাকারী মোহাম্মদ সুলেমানের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ ।
আক্রান্ত ব্যক্তি মুকেশ তিওয়ারি জানান, তিনি একটি বেসরকারি আর্থিক সংস্থায় কাজ করেন । প্রতিদিনের মতো শনিবারও তিনি অফিস যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়েছিলেন । কিন্তু তিনি বৈকুণ্ঠপুর আসতেই তাঁর এক বন্ধুর ভাই মোহাম্মদ সুলেমান জরুরী কথা বলার নাম করে বাড়িতে ডেকে নিয়ে যায় । সুলেমান পূর্ব পরিচিত হওয়ায় তার কোনো সন্দেহ হয়নি । তাঁর অভিযোগ, কিন্তু সুলেমানিদের বাড়িতে যাওয়ার পর তাঁকে একটি চেয়ারে বসতে দেয় সে । আর তারপর একটি লাঠি দিয়ে আচমকা তাঁকে এলোপাথাড়ি পেটাতে শুরু করে । সেই সঙ্গে সে বলে,’আর পোস্ট করবি ?’ মুকেশ তিওয়ারির দাবি, সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি নূপুর শর্মাকে সমর্থন করে কিছু লিখেছিলেন । আর তার জেরেই তাঁকে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল মোহাম্মদ সুলেমান । হামলাকারী কাছে থাকা ব্যাগ, টাকা ও মোবাইলও ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ মুকেশের ৷ এদিকে এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ।।
ছবি ও তথ্যসূত্র সৌজন্যে অমর উজালা ।