এইদিন ওয়েবডেস্ক,সীতাকুণ্ড(বাংলাদেশ),১০ আগস্ট : নাস্তিক নাস্তিক ব্লগার আসাদ নূরের জন্মদিনের শুভেচ্ছা জানানোর অপরাধে বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেম তলার বাসিন্দা বিজয় দেবনাথ নামের এক হিন্দু যুবককে গ্রেপ্তার করা হয়েছে । তার বিরুদ্ধে ইসলামি ধর্মোন্মাদরা ধর্মনিন্দার অভিযোগ তুলেছে ৷ শনিবার দুপুরে সীতাকুণ্ডের মুসলিম সম্প্রদায়ের জিহাদিদের পক্ষ থেকে এই অভিযোগ আনা হয়। সন্ধ্যায় সীতাকুণ্ড বাজারে ইসকন বিরোধী স্লোগানও দেয় তারা ।
জানা গেছে, বিজয় দেবনাথ সীতাকুণ্ড বাজারে তার একটি কম্পিউটার এর দোকান চালান । শনিবার ব্লগার আসাদ নূরের জন্মদিন ছিল । তাই তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিজয় দেবনাথ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে আসাদ নূরের একটা পোস্ট শেয়ার করেছিলেন । আর বিজয়ের এই অপরাধের জন্য তার বিরুদ্ধে ধর্মনিন্দার অভিযোগ তুলে সরব হয় ইসলামি ধর্মোন্মাদের দল । সন্ধ্যায় সীতাকুণ্ড বাজারের ওই সল ইসকন বিরোধী স্লোগানও দেয় । পাশাপাশি বিজয় দেবনাথকে তার দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে থানায় নিয়ে যায় । বর্তমানে ওই হতভাগ্য হিন্দু যুবক পুলিশের হেফাজতেই আছেন । এখন পর্যন্ত বিজয় দেবনাথের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা বা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ব্লগার আসাদ নূর বাংলাদেশের বাসিন্দা । ইসলামি কট্টরপন্থী মানসিকতা ও ধর্মান্ধতা নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই সরব হচ্ছেন । বিশেষ করে ইসলামের নবির ব্যক্তিগত জীবন তুলে ধরে নিজ সম্প্রদায়ের মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছেন । এই সংক্রান্ত ভিডিও ইউটিউব ও ফেসবুকে লাগাতার পোস্ট করে যাচ্ছেন আসাদ নূর । যেকারণে জিহাদিদের হাত থেকে প্রাণ বাঁচাতে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে ।।

