এইদিন ওয়েবডেস্ক,ভোলা(বাংলাদেশ),২৩ মার্চ : বাংলাদেশে ফের আক্রান্ত হল একটি হিন্দু মন্দির । এবার মন্দিরের জানলার গ্রিল ভেঙে সর্বস্ব নিয়ে চম্পট দিল দুষ্কৃতিদল । মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ভোলা জেলার ভোলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডে ভদ্রবাড়ির হরি মন্দিরে । পরিবারের দাবি,মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা প্রথমে মন্দিরের জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে । তারপর পিতলের ৬টি রাধা-গোবিন্দ বিগ্রহ, ৬টি গোপাল বিগ্রহ, দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুটপাট চালায় । খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে ভোলা মডেল থানার পুলিশ ।
ভদ্র পরিবারের সদস্যরা জানান,প্রতিদিনের মত সোমবার রাত ৮ টার মধ্যে পূজা শেষ করে মন্দিরে তালা লাগিয়ে বাড়িতে চলে গিয়েছিলেন পুরোহিত । পরের দিন সকালে তিনি নিত্যসেবার পূজো করতে এসে দেখেন মন্দিরের কাঠের জানলে রড ভাঙা । এই দেখে তিনি আশপাশের লোকজনদের ডাকাডাকি করেন । তারপর মন্দিরে ঢুকতেই দেখেন বিগ্রহের মূর্তিসহ সব চুরি হয়ে গেছে । সব মিলিয়ে ৪-৫ লাখ টাকার সামগ্রী চুরি হয়েছে বলে দাবি করেছে পরিবারের লোকজন । স্থানীয় বাসিন্দাদের অনুমান, পরিকল্পিতভাবেই ভোর রাতের যে কোনো সময় মন্দিরের হানা দেয় দুষ্কৃতীরা ।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনা পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । বিগ্রহ উদ্ধারের পাশপাশি দুষ্কৃতীদের ধরতে অভিযান শুরু করেছে ভোলা মডেল থানার পুলিশ।।