এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৭ অক্টোবর : দেশকে হিন্দু শুন্য করতে ধর্মনিন্দার অভিযোগ কে হাতিয়ার করছে কট্টর ইসলামি মৌলবাদী রাষ্ট্র পাকিস্তান ও তার অনুসারী বাংলাদেশ ৷ দু’দেশের জিহাদিরা প্রতি নিয়ত হিন্দু ধর্মের অপমান, দেবদেবীর মুর্তি ভাঙচুর করলেও সংখ্যা গরিষ্ঠ হওয়ায় পার পেয়ে যায় । অন্যদিকে তাদের নবীকে নিয়ে কটুক্তির জিগির তুলে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে একের পর এক সংখ্যালঘু হিন্দুকে । বাংলাদেশে
ফের ধর্মনিন্দার মিথ্যা অভিযোগে এক হিন্দু কিশোর গ্রেপ্তার করা হয়েছে । ওই হতভাগ্য কিশোরের নাম রঞ্জন রায় (১৮) । রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া মডেল থানার অন্তর্গত বেতগাড়ী গ্রামে তার বাড়ি । ওই কিশোর গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয়আনি গ্রামের বাসিন্দা সুজন কুমারের ছেলে। তিনি রিট পলিটেকনিক ইনস্টিটিউট (RIT), রংপুর-এর কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র। রঞ্জনের বিরুদ্ধে ইসলামের নবিকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট করার অভিযোগ তোলা হয়েছে । এদিকে বাংলাদেশের জিহাদিরা ওই হিন্দু পড়ুয়ার ফাঁসির দাবি তুলে সোশ্যাল মিডিয়ায় গলা ফাটাচ্ছে ৷
স্থানীয় জিহাদিদের অভিযোগ, “রঞ্জন রায় এলআরএম” নামের একটি ফেসবুক আইডি থেকে গত পাঁচ দিন ধরে তাদের নবী-কে নিয়ে অবমাননাকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন একাধিক পোস্ট করছিলেন ওই হিন্দু কিশোর ।
জিহাদিদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর গঙ্গাচড়া মডেল থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে বেতগাড়ী এলাকায় বাড়ি থেকে কিশোরকে তুলে নিয়ে আসে ।গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে হজরত মুহাম্মদ-কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।।