এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২১ এপ্রিল : বিনা দোষে ১৯ দিন জেলের সাজা ভোগ করলেন বাংলাদেশের মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল । তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের কোনো সত্যতাই খুঁজে পাওয়া যায়নি তদন্তে । বুধবার বিকেলে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই তালুকদার এনিয়ে ৪ পাতার মূল প্রতিবেদন ছাড়াও আরও ২৫ পাতার একটি রিপোর্ট জমা করেছেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে । রিপোর্টে ১০ জনের লিখিত সাক্ষ্য,সাতজনের মৌখিক সাক্ষ্য এবং কয়েকজন শিক্ষার্থীর মতামতও রয়েছে বলে জানা গেছে ।
অধ্যাপক হাই তালুকদার বলেন, ‘অভিযোগকারী ৪ পড়ুয়া তাদের ভুল হয়েছে বলে লিখিতভাবে স্বীকারোক্তি দিয়ে ক্ষমা চেয়েছে । তারা জানিয়েছে, ঘটনার দিন তারা ক্লাস চলাকালীন হৃদয় চন্দ্র মণ্ডলের কথাবার্তার অডিও রেকর্ড করে প্রধান শিক্ষকের কাছে না গিয়ে প্রথমেই স্কুল ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য মাহবুবের চালের আড়তে গিয়েছিল ।’ সবার জবানবন্দিতে বোঝা যায়, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং এর পেছনে কারও ইন্ধন থাকতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক হাই তালুকদার ।
বিগত প্রায় ২১ বছর ধরে বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করছেন হৃদয় মণ্ডল । গত ২০ মার্চ ক্লাস নেওয়ার সময় তার কথা অডিও রেকর্ড করে কয়েকজন শিক্ষার্থী। পরে রেকর্ডটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় । শিক্ষকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ২২ মার্চ একদল পড়ুয়া ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখায় । তাদের সঙ্গে কিছু বহিরাগতও বিক্ষোভে যোগ দেয় । পরে পুলিশ গিয়ে হৃদয় মণ্ডলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই রাতেই ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মবিশ্বাসকে অপমানিত করার অভিযোগে মুন্সীগঞ্জ থানায় বিদ্যালয়ের অফিস সহকারী (ইলেকট্রিশিয়ান) মোহম্মদ আসাদ মামলা রজু করেন । অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় হৃদয় মণ্ডলকে । তাঁকে আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় । ১৯ দিন কারাভোগের পর গত ১০ এপ্রিল হৃদয় মণ্ডল জামিনে ছাড়া পান।
এদিকে ঘটনাকে ঘিরে বাংলাদেশের বুদ্ধিজীবীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন । গত ১০ এপ্রিল শিক্ষা অধিদফতর থেকে ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় । শেষ পর্যন্ত তদন্তে দেখা যায় ওই হিন্দু শিক্ষকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আসলে পরিকল্পিত চক্রান্ত । শেষ পর্যন্ত প্রায় এক মাস পর মঙ্গলবার কর্মস্থল বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফিরেছেন হৃদয়বাবু । আর ওইদিন স্কুলের মাঠে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। সেখানে হৃদয় মণ্ডলকে ফুল দিয়ে সম্মান জানানো হয় ।।