এইদিন ওয়েবডেস্ক,যশোর,০১ ফেব্রুয়ারী : অষ্টম শ্রেণীর মুসলিম ছাত্রের কথা শুনে ধর্মনিন্দার অভিযোগে বরখাস্ত করা হল বাংলাদেশের এক হিন্দু শিক্ষককে । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের যশোর জেলার অভয়নগর উপজেলার দেওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে । হতভাগ্য ওই স্কুল শিক্ষকের নাম নিউটন সরকার । তিনি যশোরের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা । ওই স্কুলের জীববিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক নিউটনবাবু । রবিবার (২৯ জানুয়ারি ২০২২) স্কুলের মুসলিম ছাত্র, তাদের অভিভাবক ও ইসলামিক আলেমদের একটি বিশাল জনতা স্কুলে ঢুকে ওই শিক্ষকের উপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল । কিন্তু ঠিক সময়ে পুলিশ চলে আসায় বরাত জোরে শিক্ষক প্রাণে বেঁচে যান । শেষে পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের দাবি মেনে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় । বিষয়টি খতিয়ে দেখতে ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিদ্যালয় প্রশাসন ।
অভিযোগ প্রসঙ্গে নিউটনবাবু বলেছেন,’আমি ক্লাসে শুধু বিজ্ঞানের কথা বলতাম । তারই মাঝে কথা প্রসঙ্গে আমি ছাত্রদের বলেছিলাম সকল ধর্মকে সমান সম্মান করা উচিত । আর আমার সেই কথাকে অতিরঞ্জিত করে প্রচার করেছে পড়ুয়ারা । আমি বুঝতে পারছি না যে কেন তারা আমার সাথে এই রকম করল ।’
মিডিয়া রিপোর্টে জানা গেছে,ঘটনাটি ঘটেছে গত ২৫ জানুয়ারী । ওই দিন অষ্টম শ্রেণীতে জীবনবিজ্ঞান বিষয় পড়ানোর সময় কোনো এক পড়ুয়া শিক্ষক নিউটন সরকারকে ধর্ম বিষয়ে কিছু প্রশ্ন করেছিল । উত্তরে তিনি সকল ধর্মের ঈশ্বরকে সমান শ্রদ্ধা করার পরামর্শ দিয়েছিলেন । কিন্তু তাদের মধ্যে একজন ছাত্র বাড়িতে গিয়ে অবিভাবকদের কাছে গিয়ে বলে যে বিজ্ঞান পড়াতে গিয়ে ওই শিক্ষক ইসলাম এবং নবী মুহাম্মদের বিরুদ্ধে ‘আপত্তিকর মন্তব্য’ করেছেন । অবিভাবকরা সেই কথা আশপাশের মৌলবীদের কানে তোলে । ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত সরস্বতী পূজোর কারনে স্কুল বন্ধ থাকায় এই ক’দিন সব চুপচাপ ছিল । কিন্তু ২৯ তারিখে স্কুল খুলতেই পড়ুয়া, অবিভাবক ও মৌলবীদের দল স্কুলে চড়াও হয় ।
যদিও বাংলাদেশে ধর্মনিন্দার অভিযোগে হিন্দুদের ফাঁসানো কোনো নতুন ঘটনা নয় । ইতিপূর্বে একাধিক শিক্ষককে ওই অভিযোগে জেলে পর্যন্ত যেতে হয়েছে । মৌলবাদীদের হামলার শিকার হতে হয়েছে এবং হচ্ছে বহু হিন্দু পরিবারকে । এমনকি কোনো হিন্দু যুবক বা কিশোরের নামে ফেসবুকে ভূয়ো অ্যাকাউন্ট খুলে ধর্ম নিন্দামূলক পোস্ট করে তাকে ফাঁসানোর চক্রান্ত আকছার ঘটে থাকে বাংলাদেশে । মূলত হিন্দুদের জব্দ করতেই বাংলাদেশ ও পাকিস্থানে ধর্মনিন্দা আইনকে কাজে লাগানো হয় বলে অভিযোগ ।।