এইদিন ওয়েবডেস্ক,খুলনা,২৫ জানুয়ারী : খুলনা বিশ্ববিদ্যালয়ের হিন্দু পড়ুয়াকে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনা ঘটেছে । শুক্রবার রাত সোয়া ৯টার দিকে খুলনা নগরীর তেঁতুলতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে । মৃতের নাম অর্নব সরকার । স্থানীয় সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম জানান, তেঁতুলতলা মোড় এলাকায় একটা দোকানের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন অর্নব । সেই সময় মোটরসাইকেলে চড়ে দুর্বৃত্তরা এসে তাকে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় । পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আমি এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কৃষকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । ঘাতকদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি ।
নিহত অর্নব সরকার খুলনার নর্থ ওয়েস্ট্রান ইউনিভার্সিটির ছাত্র ছিলেন । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সোয়া ৯টার দিকে তেঁতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তরা অর্ণবকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় । তার মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই যুবক । স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনের মহম্মদ এহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।।