এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৭ মার্চ : ভগবান শ্রীরামকে নিয়ে কটুক্তি করেছিল একজন মুসলিম ছাত্র৷ তারই প্রতিবাদে ইসলামের নবীর জীবন নিয়ে প্রশ্ন তুলেছিলেন একজন হিন্দু ছাত্রী । আর তার সেই অপরাধের জন্য চরমপন্থী মুসলিম ছাত্রদের চাপে ওই হিন্দু ছাত্রীকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে । বাংলাদেশের পাবনার এডওয়ার্ড কলেজের ঘটনা । এমনকি মৃন্ময়ী নামের এই হিন্দু মেয়েকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করছে উগ্রপন্থী ইসলামি ছাত্ররা ।
সনাতনী কন্ঠস্বর নামে একটা ফেসবুক পেজে সাব্বির নামে এক ইসলামি মৌলবাদী ও হতভাগ্য মৃন্ময়ীর ফেসবুকে মন্তব্য ও পালটা মন্তব্যের স্ক্রীন শর্ট শেয়ার করা হয়েছে । সেখানে সাব্বির লিখেছে, ‘কথায় আছে রাম করলে লিলা খেলা আমরা করলেই দোষ ।’ তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মৃন্ময়ী লিখেছেন,’ধর্ম কেন টানেন?’ এরপর তিনি লিখেছেন,’সেভাবে দেখতে গেলে তো নবী করলে সুন্নত আপনারা করলে রেপ’ । আর এই মন্তব্যের পরেই ইসলামি মৌলবাদী গোষ্ঠী পাবনা স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন কয়েকটা ছবি পোস্ট করে লেখ্ব, ‘সরকারি এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের এক সনাতনী ধর্মের ছাত্রী কর্তৃক ইসলাম ধর্ম অবমাননা ও রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে অবিলম্বে তাকে কলেজ থেকে বহিষ্কার ও আটক করে আইনের আওতায় আনার জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ ।’
বাংলাদেশের ইসলামি ধর্মোন্মাদদের এই প্রকার দ্বিচারিতার তীব্র প্রতিবাদ করে সনাতনী কন্ঠস্বর লিখেছে,’মৃন্ময়ী নামের এই হিন্দু মেয়ের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলে এডওয়ার্ড কলেজের ধর্মান্ধ শিক্ষার্থীরা হিন্দু মেয়েটিকে কলেজ থেকে বহিষ্কার করেছে। এখন তাকে গ্রেফতার করার জন্য মানববন্ধন করছে। সংখ্যালঘু হিন্দু তরুনী যা লিখেছে তার আগে আপনি সংখ্যাগুরু সাব্বির মিয়া কি লিখেছেন সেটা কি ধর্ম অবমাননা না?তা হলে সংখ্যালঘু হিন্দু তরুনী গ্রেফতার হলে,বহিষ্কার হলে তুমি সংখ্যাগুরু মুসলিম কেন গ্রেফতার হবে না?’
আরও লেখা হয়েছে,’কলেজের বেশিরভাগ শিক্ষক এখন সরাসরি ধর্মান্ধ, তাদের কাছে কোনো হিন্দুর নামে বিচার দিলেই হবে। কাজ হয়ে যাবে। কারন তারা মনে প্রানে হিন্দু বিদ্বেষী। এই শিক্ষক কে প্রশ্ন রাখতে চাই,একজনের বিচার করবেন। আর আরেকজনের বিচার করবেন না। শুধু ধর্মীয় পরিচয়ের কারনে? এই রকম হিপোক্রেসি মনোভাব রেখে আপনাদের মত বা&ইন সু*দদের শিক্ষক পদে বসাইছে কেডায়? অনতিবিলম্বে সংখ্যালঘু শিক্ষার্থী মৃন্ময়ী’র নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করবেন। এটাই প্রার্থনা।’।