এইদিন ওয়েবডেস্ক,কাঠুয়া(জম্মু-কাশ্মীর),২৭ আগস্ট : জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার বানির সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক হিন্দু ছাত্রকে ক্লাস রুমের ব্ল্যাক বোর্ডে “জয় শ্রী রাম” লেখার অপরাধে স্কুল শিক্ষক এবং অধ্যক্ষ নির্দয়ভাবে মারধর করেছে । গুরুতর জখম নীরজ কুমার নামে ওই পড়ুয়াকে বানির উপ-জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহত ছাত্রকে স্কুলের অনান্য ছাত্ররা শিক্ষার্থীরা হাসপাতালে নিয়ে যায় । কিন্তু স্কুল কর্তৃপক্ষ বা অন্য কোনো শিক্ষক তাকে হাসপাতালে ভর্তি করার জন্য মাথা ঘামায়নি । এদিকে ঘটনার পর থেকেই চম্পট দিয়েছিল অভিযুক্ত শিক্ষক ফারুক আহমেদ ও অধ্যক্ষ মোহাম্মদ হাফিজ । যদিও পুলিশ পরে ফারুক আহমেদকে গ্রেফতার করে । কিন্তু এখনো কোথাও লুকিয়ে আছে অধ্যক্ষ মোহাম্মদ হাফিজ ।
এদিকে ঘটনার প্রতিবাদে বাণীর প্রাক্তন বিধায়ক জীবন লালের নেতৃত্বে লোকজন বাণীমেলা মাঠে বিক্ষোভ দেখায় । তারা স্কুল শিক্ষক ও অধ্যক্ষকে অবিলম্বে সাময়িক বরখাস্তের দাবি জানায়। প্রাক্তন বিধায়ক জীবন লাল স্কুল শিক্ষক ও অধ্যক্ষের মানসিকতার নিন্দা করেছেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তিনি বলেন,’উভয় সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে। কিন্তু কিছু সমাজবিরোধী উপাদান উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদের সৃষ্টি করছে ।
এই ঘটনায় দুই অভিযুক্তের বিরুদ্ধে বানির পুলিশ স্টেশনে ৩২৩,৩৪২,৫০৪,৫০৬ ধারা এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ৭৫-এর অধীনে একটি এফআইআরও নথিভুক্ত করা হয়েছে ।বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন কাঠুয়ার জেলাশাসক রাকেশ মিনহাস ।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে জম্মু লিঙ্কস নিউজ ।