এইদিন ওয়েবডেস্ক,ফেনী,১৭ নভেম্বর : বাংলাদেশের ফেনীতে চাঁদা দিতে অস্বীকার করায় হিন্দু ব্যক্তিকে জবাই করে খুনের ঘটনা ঘটেছে । রবিবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে ফেনীর সোনাগাজী ও কোম্পানীগঞ্জের মাঝামাঝি ছোট দলি এলাকায় । হতভাগ্য ব্যক্তির নাম মনোরঞ্জন দাস (৪৫) । পেশায় রিকশাচালক ওই ব্যক্তি কোম্পানীগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,রাত ৮টা নাগাদ মনোরঞ্জন দাস বাড়ি ফিরছিলেন তখন একদল দুর্বৃত্ত তার রিকশা থামিয়ে চাঁদা দাবি করে। মনোরঞ্জন দাস চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির সৃষ্টি হয়। এরপর দুর্বৃত্তরা তার রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মনোরঞ্জন বাধা দিলে দুর্বৃত্তরা তার গলা কেটে জবাই করে রাস্তার একপাশে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় এবং রিকশাটি দূরে ফেলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পথচারীরা রাস্তায় মনোরঞ্জনের নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ জানিয়েছে, ঘটনাটি শুধুমাত্র ছিনতাই নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাজুড়ে অভিযান চলছে এবং জড়িতদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে ।স্থানীয়রা জানান, ছোট দলি এলাকায় দীর্ঘদিন ধরেই চাঁদাবাজি ও ছিনতাই চক্র সক্রিয় রয়েছে; মনোরঞ্জন দাস সেই চক্রের নির্মম শিকার হয়েছেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন। মনোরঞ্জন দাস পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন৷ তার মৃত্যুতে বিপাকে পড়ে গেছে পরিবারটি ।।
Author : Eidin.

