এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৬ আগস্ট : শেখ হাসিনার সরকারকে অনৈতিকভাবে উৎখাতের পর বাংলাদেশের শাসন ক্ষমতা এখন মহম্মদ ইউনূসের নেতৃত্বে ইসলামি মৌলবাদী গোষ্ঠীগুলির হাতে । জামাত ইসলামি, বাংলাদেশ ন্যাশানাল পার্টি,হিযবুতসহ ইসলামি মৌলবাদী গোষ্ঠীগুলি সেদেশে ইসলামি শরিয়া শাসন লাগু করার চেষ্টা চালাচ্ছে । কিন্তু তাদের পথের কাঁটা এখন হিন্দু সম্প্রদায়ের মানুষ । তাই দেশ থেকে হিন্দুর অস্তিত্ব চিরতরে মুছে ফেলতে বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে ওই মৌলবাদী গোষ্ঠীগুলি । তার মধ্যে অন্যতম হিন্দু মেয়েদের লাভ জিহাদে ফাঁসানো, চাকরি বাঁচাতে সপরিবারে ধর্মান্তরিত হওয়ার চাপ,হিন্দুদের জমিজমা জোর করে দখল প্রভৃতি । আর এতে কাজও হচ্ছে । বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে । আর এই তথ্য উঠে এসেছে খোদ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (এনআইপিওআরটি) সমীক্ষায় । তাদের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এ দেশের মোট জনসংখ্যার মাত্র ৭.৯৫ শতাংশে এসে ঠেকেছে সনাতন ধর্মাবলম্বী । যেটা ২০১১ সালের জনশুমারিতে ছিল ৮.৫৪ শতাংশ। অর্থাৎ এক দশকের মধ্যে ১ শতাংশ হিন্দু জনসংখ্যা কমে গেছে । অন্তত ৯ লাখ হিন্দু কমেছে এই সময়কালে । উলটো দিকে ব্যাপক বৃদ্ধি হচ্ছে মুসলিম জনসংখ্যা । সংস্থাগুলি তাদের সমীক্ষায় দেখতে পেয়েছে যে মুসলিম জনসংখ্যা ৯০.৩৯ শতাংশ (২০১১ সালে) থেকে বেড়ে ৯১.০৪ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ প্রায় সম পরিমান জনসংখ্যা বেড়েছে মুসলিম সম্প্রদায়ের ।
বাংলাদেশের যে জেলাগুলিতে দ্রুত নিশ্চিহ্ন হচ্ছে হিন্দু সম্প্রদায়
বাংলাদেশের এই দুই সরকারি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, অন্তত ১৫টি জেলায় গত দশ বছরে হিন্দু জনসংখ্যা উউদ্বেগজনক হারে কমেছে । এই জেলাগুলো হলো: ১)বরিশাল বিভাগ : বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা।
২)খুলনা বিভাগ: বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল এবং কুষ্টিয়া ।
৩)ঢাকা বিভাগ:গোপালগঞ্জ, মাদারীপুর এবং কিশোরগঞ্জ।
৪)রাজশাহী বিভাগ: পাবনা।
ডঃ কুশল বরণ চক্রবর্ত্তীর মতে,সরকারি সমীক্ষায় যে চিত্র উঠে এসেছে, বাস্তব পরিস্থিতি আরও ভয়ঙ্কর । চলতি বছরে আরও দ্রুত কমছে বাংলাদেশের হিন্দু জনসংখ্যা । রাষ্ট্রযন্ত্রের কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না থাকায় হিন্দু জনসংখ্যা হ্রাসের প্রধান কারন বলে মনে করছেন তিনি । এই পরিস্থিতির উপর লাগাম পড়ার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না বলে আক্ষেপ করেছেন তিনি ।।