এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১৩ অক্টোবর : বর্ণ বিদ্বেষের অভিযোগ তুলে জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি ছাড়লেন হিন্দু সাংসদ তুলসি গ্যাবার্ড । মঙ্গলবার তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে ভিডিও বক্তব্য শেয়ার করে লিখেছেন, আমি আর ডেমোক্রেটিক পার্টিতে থাকতে পারব না। এই দলটি কাপুরুষতায় উদ্বুদ্ধ, যারা দেশের প্রতিটি ইস্যুতে জাতিগত রাজনীতি করে আমাদের বিভক্ত করছে । বর্তমানে এই গণতন্ত্রপন্থী পার্টিটি কিছু উচ্চবিত্ত মানুষের দ্বারা নিয়ন্ত্রণে । তারা যুদ্ধের কথা বলে এবং শ্বেতাঙ্গ বিরোধী বর্ণবাদকে উস্কে দেয়। যদি এই দলে কিছু লোক থাকে যারা আমার মতামতকে সমর্থন করেন, তাদেরও অবিলম্বে এই দল ছেড়ে দেওয়া উচিত ।’ তিনি আরও বলেছেন, ‘আমি এমন একটি সরকারে বিশ্বাস করি যা শুধু জনগণের জন্য । কিন্তু আজকের ডেমোক্রেটিক পার্টি এসব মূল্যবোধকে এড়িয়ে যাচ্ছে । এটি একটি শক্তিশালী অভিজাত সরকারে পরিণত হয়েছে ।’
প্রসঙ্গত,৪১ বর্ষীয়া তুলসি গ্যাবার্ড ২০১৩ সালে হাওয়াই থেকে মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচিত প্রথম হিন্দু ছিলেন এবং হাওয়াই থেকে চারবার সাংসদ হয়েছেন । পবিত্র ভগবদ গীতার উপর হাত রেখে নিরপেক্ষতা ও সততার সাথে নিজের দায়িত্ব পালনের শপথবাক্য পাঠ করেছিলেন । কিন্তু সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে ঘটে যাওয়া একের পর এক বর্ণ বিদ্বেষমূলক ঘটনা এবং জো বাইডেন প্রশাসনের ভূমিকায় তিনি চরম ক্ষুব্ধ । শেষ পর্যান্ত দল ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত তুলসি গ্যাবার্ড । তবে ডেমোক্রেটিক পার্টি ছাড়ার পর অন্য কোনে দলে যোগ দেওয়ার বিষয়ে তিনি এখনো পর্যন্ত খোলসা করেননি ।।