এইদিন স্পোর্টস নিউজ,০২ সেপ্টেম্বর : শেখ হাসিনার পতনের পর মৌলবাদীদের সফট টার্গেট হয়ে গেছে বাংলাদেশি হিন্দুরা । হিন্দুদের বিরুদ্ধে খুন,ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের বহু ঘটনা ঘটেছে বা এখনো ঘটে চলেছে । শোনা যায়,বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের বাড়িতেও নাকি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় । যদিও তিনি বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করেননি । সেই ‘হিন্দু’ লিটন দাসই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে এনে জয়ের মুখ দেখালেন । করলেন নজরকাড়া সেঞ্চুরি । ১৭১ বল খেলে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩৮ রানের অসাধারণ সেঞ্চুরি করেছেন লিটন দাস ।
নিজের টেস্ট ক্যারিয়ারের ৪৩তম ম্যাচে এটি লিটনের চতুর্থ সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়। পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরিটি ২০২১ সালে চট্টগ্রামে, সেবার করেছিলেন ১১৪ রান। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের বিপক্ষে একাধিক টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্ব বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে কেবলই লিটন দাসের আছে।
শুধু এই রেকর্ডই নয়, রবিবারের লিটনের সেঞ্চুরিটির অন্যরকম মাহাত্ম্যও আছে। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন সকালটা বাংলাদেশের শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। ২৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। সেখান থেকে মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়া লিটনের ১৬৫ রানের জুটিটিই উদ্ধার করেছে বাংলাদেশকে। মিরাজ ৭৮ রানে আউট হলেও লিটন চালিয়ে গেছেন এরপরও।
মিরাজ আউট হয়ে যাওয়ায় বোলাররা তাকে সঙ্গ দিতে পারেন কি না, এই প্রশ্ন ছিল। তাসকিন আহমেদ ৫ বলে ১ রান করে আউট হয়ে যাওয়ার পর প্রশ্নটা আরও বড় হয়ে ওঠে। তবে হাসান মাহমুদ দাঁড়িয়ে যাওয়ায় সেঞ্চুরি পেতে সমস্যা হয়নি লিটনের। নবম উইকেটে ভালো একটা জুটিও হয়েছে।
লিটনের আগের তিনটি টেস্ট সেঞ্চুরি এসেছিল ২০২১ ও ২০২২ সালে ছয় মাসের মধ্যে। ৮ টেস্টে ৩টি সেঞ্চুরির সঙ্গে করেছিলেন ৪ টি অর্ধশতক । সেই ৪ অর্ধশতক দুটি ছিল আবার ৮৬ ও ৮৮ রানের । পাকিস্তানের বিপক্ষে লিটনের রবিবারের সেঞ্চুরির সঙ্গে আগের তিন সেঞ্চুরির দুটির সঙ্গেই এর মিল খুঁজে পাওয়া যাচ্ছে। টেস্টে লিটনের চার সেঞ্চুরির তিনটিই এসেছে দলের বিপর্যয়ের সময় । রেকর্ডও হয়ে গেছে একটা। দলের স্কোর পঞ্চাশের কম থাকা অবস্থায় ব্যাটিং অর্ডারে পাঁচের নিচে নেমে তিনটি সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটসম্যান লিটন।
২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের ওই ১১৪ রানের ইনিংসটি খেলেছিলেন ৪৯ রানে চতুর্থ উইকেট পড়ে যাওয়ার পর নেমে। লিটনের ক্যারিয়ার -সর্বোচ্চ ১৪১ রানের ইনিংসটি ২০২২ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে সেবারও নেমেছিলেন ২৪ রানে পঞ্চম উইকেট পড়ে যাওয়ার পর। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে পাওয়া দ্বিতীয় সেঞ্চুরিটির সময়ই একটু শান্তিতে ব্যাটিং করতে পেরেছিলেন লিটন। সেবার ব্যাটিং করেছিলেন ৫ নম্বরে, নেমেছিলেন ১০৫ রানে তৃতীয় উইকেট পড়ার পর।।