এইদিন ওয়েবডেস্ক,করাচি,১৪ এপ্রিল : পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের কর্মরত একজন হিন্দু সাংবাদিককে তার নিরাপত্তারক্ষী ও বাবুর্চিসহ মঙ্গলবার সকাল ৬ টায় করাচির বাসভবনের সামনে থেকে অপহরণ করা হয়েছে । নিখোঁজ সাংবাদিকদের নাম আকাশ রাম (Akash Ram) । তিনি পাকিস্তানে ‘বোল নিউজ’ চ্যানেলের মার্কেটিং প্রধান । একটি রূপালী গাড়িতে তাকে অপহরণ করা হয়, তার আগে ওই গাড়িটিকে প্রায়শই চ্যানেলের সদর দফতরের কাছে ঘুরতে দেখা যায় । সাংবাদিককে অপহরণের আগে কাছাকাছি লাগানো সমস্ত সিসিটিভি ক্যামেরা ধ্বংস করে দেয় অপহরণকারীরা । অপহৃতের মা তার ছেলেকে খুঁজে বের করার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন এবং দ্রুত বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছেন । তিনি ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ছেলেকে কেন অপহরণ করা হয়েছে তা আমার জানা নেই । আমি শুধু আমার ছেলেকে চাই।’
উল্লেখ্য,পাকিস্তানে হিন্দুদের নিশানা করা নতুন কোনো ঘটনা নয় । চলতি বছরের মার্চ মাসে তিনজন সংখ্যালঘুকে টার্গেট কিলিং করা হয়েছিল । তার মধ্যে ৩১ শে মার্চ পেশোয়ারে দয়াল সিং নামে এক ব্যক্তি তার দোকানে বসে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন । তার আগে ২০ মার্চ করাচিতে বীরবল জেনানি নামে একজন হিন্দু চিকিৎসককে গুলি করে হত্যা করা হয় । পাকিস্তানের হায়দ্রাবাদে ৭ মার্চ আরেক চিকিৎসক ধরম দেব রথিকে তার নিজের ড্রাইভারের হাতে খুন হতে হয় । ডাঃ রথির ড্রাইভার ধারালো অস্ত্র দিয়ে তাঁকে শিরোচ্ছেদ করে হত্যা করে ।।