এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৩ ডিসেম্বর : ‘বামপন্থী মনস্ক কিছু নেতা কংগ্রেসে ঢুকেছে । তারাই এখন কংগ্রেসকে পরিচালনা করছে । ওই বামপন্থী নেতাদের জন্য হিন্দু বিদ্বেষী মুখ হয়ে উঠেছে কংগ্রেস । ওই সমস্ত বামপন্থী নেতারাই গান্ধীর আদর্শ থেকে সরে গিয়ে হিন্দু বিরোধী রাস্তায় নিয়ে গেছে দলকে । আর হিন্দু বিদ্বেষের কারনেই হিন্দি বলয়ে কংগ্রেসের শোচনীয় পরাজয় হয়েছে’- রাজস্থান ও ছত্রিশগড়ে শোচনীয় পরাজয়ের পর এমনই মন্তব্য করেছে কংগ্রেসের বর্ষীয়ান নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম (Acharya Pramod Krishnam) । তিনি দলের শীর্ষ নেতৃত্বকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ওই সমস্ত বামপন্থী নেতাদের যদি অবিলম্বে দল থেকে না তাড়ানো হয় হয় তাহলে কংগ্রেসের অবস্থাও এআইএমআইএমের মত হবে ।’
সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় তিনি অভিযোগ করেন যে কংগ্রেস গাঁধীর আদর্শ থেকে সরে এসে এখন কার্ল মার্ক্সের আদর্শে চলছে । আর সনাতনের বিরোধিতাই আমাদের ডুবিয়েছে । জাতিবাদী রাজনীতি আমাদের দেশ কখনো গ্রহণ করেনি । এই দেশ যদি জাতিবাদী হত,তাহলে বিশ্বনাথ প্রতাপ সিংকে লোকে পূজো করত ।’
রবিবার বিকেল ৫ টা পর্যন্ত নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ৯০ বিধানসভার ছত্রিশগড়ে ৫৫ টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি । যেখানে কংগ্রেস পেতে চলেছে ৩৫ টি আসন । কংগ্রেস ধরাশায়ী হয়েছে রাজস্থানেও । এখানেও ১৯৯ টি আসনের মধ্যে ১১৫ টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে গেরুয়া শিবির । যেখানে কংগ্রেস ৬৯ টি আসনে জিততে চলেছে বলে অনুমান।
মধ্যপ্রদেশে কংগ্রেসকে মাথাই তুলতে দেয়নি বিজেপি । এখানে ২৩০ টি আসনের মধ্যে ১৬৬ টি নিজেদের দখলে রেখেছে গেরুয়া শিবির । কংগ্রেস আটকে গেছে ৬৩ টি আসনে । তবে দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানায় অভাবনীয় সাফল্য পেয়েছে বিজেপি । ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানায় ৯ টি আসনে জয়লাভ করেছে বিজেপি । তেলেঙ্গানার ঘোসামহল(Goshamahal) বিধানসভায় ২০,০০০ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী টাইগার রাজা সিং (Tiger Raja Singh) । কামারেডি (Kamareddy) আসনে কেসিআরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রেভান্থ রেড্ডিকে(Revanth Reddy) পরাজিত করেছেন বিজেপির কেভিআর কামারেডি (kvr kamareddy)। তাঁকে ‘জায়েন্ট কিলার’ বলেও অবিহিত করছেন অনেকে ।
পাশাপাশি নাথদ্বারা (Nathdwara) আসনে কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা তেলেঙ্গানা বিধানসভার স্পিকার সিপি জোশীকে (CP Joshi) হারিয়ে জয়ী হয়েছেন মহারানা প্রতাপের বংশধর বিজেপি প্রার্থী বিশ্বরাজ সিং মেওয়ার (Vishvaraj Singh Mewar) । তেলেঙ্গানায় বিজেপির একমাত্র বিধায়ক ছিলেন রাজা সিং । সেই হিসাবে আরও ৮ আসনে জয়কে দক্ষিণ ভারতে বিজেপির ক্রমবর্ধমান জনপ্রিয়তা হিসাবেই দেখছেন অভিজ্ঞমহল ।।