এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২০ ডিসেম্বর : বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের মাটিতে উঠল “হিন্দু হাটাও,দেশ বাঁচাও” শ্লোগান । সাম্প্রদায়িক উসকানিমূলক ওই শ্লোগানের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷ দাবি করা হয়েছে যে ভিডিওটি পূর্ব মেদিনীপুর জেলার হেঁড়িয়া বাজারে ওই শ্লোগান দেওয়া হয়েছে । হেঁড়িয়া কন্টাই কো অপারেটিভ ভোটে তৃণমূল কংগ্রেস জেতার পর স্থানীয় মুসলিমরা এই শ্লোগান দেয় বলে দাবি করা হয়েছে ৷ যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এইদিন ।
ভিডিওতে বেশ কিছু লোককে রাস্তার মাঝখানে জড়ো হতে দেখা যায় । ভিড়ের মাঝ থেকে এক ব্যক্তিকে দু’হাত উপরে তুলে “হিন্দু হাটাও” শ্লোগান তুলতে দেখা যায়৷ উপস্থিত জনতা সেই শ্লোগানের সঙ্গে সমতা রেখে সমস্বরে “দেশ বাঁচাও” শ্লোগান তোলে । ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ফেসবুকের বিভিন্ন হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে । হিন্দু ভয়েসের এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে,’ইসলামপন্থীরা পূর্ব মেদিনীপুর জেলায় ‘হিন্দু হটাও, দেশ বাঁচাও’ স্লোগান দেয়। স্থানীয়রা জানান, হেঁড়িয়া সমবায় নির্বাচনে জয়ী হওয়ার পর ইসলামপন্থীরা এমন স্লোগান দেয়। ঘটনাটি গত ১৭ ডিসেম্বর ঘটেছে ।’
প্রসঙ্গত,গত ১৫ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট, রামনগর, হেঁড়িয়া প্রভৃতি একাধিক সমবায়ে নির্বাচন হয় । সমবায় নির্বাচনে বেনজির কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল । বুথে বুথে রাখা হয় সিসিটিভিও। তবু সমবায় ভোটেও বাদ যায়িনি অশান্তি ।ভোট গ্রহণ পর্ব চলাকালীন কোলাঘাটে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকরা। কোলাঘাটের বুথে ভোট দান করে ফেরার সময় বিজেপির নেতাদের স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিজেপির নেতা কর্মীদের মাটিতে ফেলে মারধর করার অভিযোগ তোলা হয় শাসকদলের বিরুদ্ধে। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। উত্তেজনা ছড়ায় হেঁড়িয়াতেও। স্লিপ বিলিকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তি ছড়ায় । রামনগরেও পথ অবরোধ করে বিজেপি। হেঁড়িয়ার ঘটনায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে উত্তেজনা থামায়। শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর গড়ে রীতিমতো ধরাশায়ী হতে হয়েছে বিজেপিকে । সমবায় ব্যাঙ্কের নির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। মোট ১০৮টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে গেছে ১০১টি আসন। বিজেপি পেয়েছে মাত্র ৬টি আসন। আর একটি আসন গেছে নির্দল প্রার্থীর দখলে।।