এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৭ এপ্রিল : মহম্মদ ইউনূসের নেতৃত্বে ইসলামিক জঙ্গিগোষ্ঠীগুলির হাতে শাসন ব্যবস্থা চলে আসার পর থেকে চূড়ান্ত নৈরাজ্য চলছে বাংলাদেশ । জামাত ইসলামী, হিজবুত প্রভৃতি সহ ইসলামি জঙ্গিগোষ্ঠীগুলির জিহাদীদের সফট টার্গেট হয়ে গেছে সংখ্যালঘু হিন্দুরা । বাংলাদেশের টাঙ্গাইলের একজন হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে ধর্মনিন্দার মিথ্যা অভিযোগে ভীশংসভাবে মারধর করা হয়েছে । পাশাপাশি বাংলাদেশ জুড়ে ভারতীয় দ্রুত কোম্পানি বাটা শোরুম গুলিতে লুটপাট চালিয়েছে জিহাদিরা । সেই সমস্ত একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
টাঙ্গাইলের বাসিন্দা তমাল কর্মকার ফেসবুক পেজ হিন্দু নিউজে আজ লিখেছেন, ‘ধর্ম অবমাননা এবং কটুক্তির অভিযোগে গতকাল টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার অন্তর্ভুক্ত দেলদুয়ার দক্ষিণ বাজারের স্বর্ণ ব্যবসায়ী অখিল কর্মকারের দোকানে প্রবেশ করে তাকে মারধর করে তাকে গুরুতরভাবে আহত করা হয়।
পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। দোকানে কিছু লুটপাট হয়েছে কিনা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
অখিল কর্মকারকে পুলিশ আটক করলেও তার দোকানে যারা হামলা চালিয়েছে তাদেরকে এখন পর্যন্ত আটকের কোন খবর পাওয়া যায়নি। বর্তমানে ওই এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় চরম আতংক ও উৎকন্ঠার মধ্যে রয়েছেন।’ তিনি ওই হিন্দু ব্যবসায়ীকে মেসংসা ভাবে মারধরের একটা ভিডিও শেয়ার করেছেন । তবে দোকানে লুটপাট করা হয়েছে কিনা তা তিনি জানাতে না পারলেও অন্য একজন ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন যে অখিল কর্মকারের দোকানের সমস্ত গহনা লুটপাট চালিয়েছে জিহাদিরা । তিনি লিখেছেন,’ধর্ম অবমাননা এবং কটুক্তির মিথ্যা অভিযোগে আজ টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার অন্তর্ভুক্ত দেলদুয়ার দক্ষিণ বাজারের স্বর্ণ ব্যবসায়ী অখিল কর্মকারের দোকানে প্রবেশ করে তাকে গনপিঠুনি দিয়ে আহত করা হয়, পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। দোকানে সব কিছু লুটপাট হয়েছে। বর্তমানে ওই এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় চরম আতঙ্ক এবং নিরাপত্তাহীনতায় আছে বলে জানতে পেরেছি ।’
অন্যদিকে বাংলাদেশ ক্রাইসিস নামে একটি এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে,’ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের নামে, খিলাফতের পতাকাধারী জিহাদিদের একটি দল বাংলাদেশের বিভিন্ন স্থানে বাটা জুতা ব্র্যান্ডের শোরুম ভাঙচুর ও লুটপাট করেছে।’ অভ্রনীল হিন্দু লিখেছেন,’বাংলাদেশের সন্ত্রাসী মুসলিমরা বাটার শোরুমকে ইসরায়েলি পণ্য বলে লুট করছে।’ দুই এক্স হ্যান্ডেলেই শোরুম লুটপাটের ভিডিও শেয়ার করা হয়েছে ।।