এইদিন ওয়েবডেস্ক,কক্সবাজার,১৬ জানুয়ারী : দূর্ঘটনায় মৃত মুসলিম ধর্মে ধর্মান্তরিত কলেজ পড়ুয়া ছেলের দেহ নিতে অস্বীকার করলেন হিন্দু বাবা । শেষে নিহতের মুসলিম সহপাঠীরা তার মৃতদেহটি কবরস্থ করে । বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া থানা এলাকার ঘটনা । নিহতের নাম সাঈদ আবদুল্লাহ (Saeed Abdullah,22) । ধর্মান্তরিত হওয়ার আগে তার নাম ছিল জুয়েল শীল । কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের হেতালিয়া পাড়ার বাসিন্দা পেশায় কৃষক বিধু কুমার শীলের একমাত্র সন্তান ছিলেন তিনি । গ্রামের স্কুলে পড়ার সময় মুসলিম সহপাঠীরা তাকে ব্রেনওয়াশ করে ধর্মান্তরিত হতে উৎসাহিত করেছিল । শেষে দশম শ্রেণিতে পড়ার সময় তিনি ধর্ম পরিবর্তন করে নিজের নাম সাঈদ আবদুল্লাহ রাখেন । বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,বিষয়টি যুবকের বাবা জানতে পেরে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন । এরপর সাঈদ এসএসসি পাস করে ঢাকায় গিয়ে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন । টিউশন পড়িয়ে নিজের পড়াশোনাসহ অনান্য খরচ খরচা চালাতেন তিনি ।
জানা গেছে,বুধবার বেলা ১১ টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঢাকার তেজগাঁওয়ে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেন চলে আসায় ট্রেনের চাকায় কাটা পড়ে মৃত্যু হয় সাঈদ আবদুল্লাহর । পরে জিআরপি থানার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় । পশ্চিম কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সইফুল হক বলেন,’সাঈদ আবদুল্লাহর মৃতদেহ গ্রহণের জন্য আমরা তার বাবা-মাকে অনুরোধ করতে গিয়েছিলাম । কিন্তু নিহতের বাবা সাফ জানিয়ে দেন তিনি তার ছেলের মৃতদেহ গ্রহণ করবেন না ।’তেজগাঁও থানার ওসি অপুর্ব হাসান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সাঈদের মৃতদেহ তার বাবা গ্রহণ না করায় পরে ঢাকা বিজ্ঞান কলেজের তার সহপাঠীদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় ।’ জানা গেছে, যুবকের ব্রেনওয়াশকারী সহপাঠীরা গত শুক্রবার রাতে বাড্ডা কবরস্থানে তার মৃতদেহটি কবরস্থ করে ।।