এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১০ জানুয়ারী : সংখ্যাগুরু মুসলিমদের দ্বারা সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন থামছেইনা বাংলাদেশে । নেত্রকোণা শহরের বড়বাজার এলাকায় নিজের বাড়িতেই খুন হয়ে গেলেন ৭০ বছর বয়সী দিলীপ কুমার রায় নামে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষক । এদিকে বাংলাদেশে ফের মন্দিরে হামলার খবর পাওয়া গেছে। লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার তুষভান্ডার জমিদার বাড়ির ঐতিহ্যবাহী ভবত্তারিণী কালী মন্দিরে চড়াও হয়ে দেবীর গহনাসহ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা । পাশাপাশি চুরি হয়ে গেছে বেশ কয়েকটি মূল্যবান পাথরের দেবদেবীর মূর্তিও।
হিন্দু বৃদ্ধকে খুনের ঘটনা প্রসঙ্গে জানা গেছে, নেত্রকোণা শহরের বড়বাজার এলাকায় নিজের বাড়ি থেকে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ৭০ বছর বয়সী দিলীপ কুমার রায়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওনার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্নও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনাসহ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যে এটি একটি হত্যার ঘটনা ।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, নিহত দিলীপ কুমার রায়ের স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের কাছে বেড়াতে যান। তখন থেকে দিলীপ কুমার রায় বাড়িতে একাই ছিলেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে স্ত্রী নিভা রাণী ঢাকা থেকে ফিরে বাড়ির সামনের ফটকে তালা ঝোলানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বাড়ির ভিতরে ঢুকে সেখানেও গ্রিলে তালা ঝুলতে দেখতে পান। এ অবস্থায় তিনি ও স্থানীয়রা তালা ভেঙে ঘরে ঢুকে খাটের নিচে তাঁর স্বামীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
অন্যদিকে চুরির ঘটনায় জানা গেছে,লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার তুষভান্ডার জমিদার বাড়ির ভবত্তারিণী কালী মন্দিরে গত ৯ ই জানুয়ারী গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে । আজ শুক্রবার সকালে প্রতিদিনের ন্যায় মন্দিরের পুরোহিত নিত্যসেবার পূজো করতে এসে মন্দিরের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান । পরে মন্দিরের গর্ভগৃহে গেলে দেখেন জমিদার আমলের মূল্যবান কালী মাতার প্রতিমা, মায়ের সোনার অলংকার, পূজার সামগ্রী ও পুরাতন আসবাবপত্র ছাড়াও সংরক্ষিত ছোট ছোট পুরাতন প্রতিমা গুলোও চুরি হয়েছে। দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরা ও ডিভিডিটিও ।
এদিকে নাটোরের বড়হরিশপুর কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি ও সেবাইত তরুণ দাস হত্যাকাণ্ডের ঘটনায় সবুজ হোসেন নামে এক জিহাদিকে গ্রেপ্তার করেছে নাটোর পুলিশ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে নাটোর মহাশ্মশানে সাংবাদিকদের সামনে যুবককে উপস্থিত করে এই তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন। গ্রেপ্তার সবুজ হোসেন বড়হরিশপুর এলাকার রমজান আলীর ছেলে।
পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান,গত ২১ ডিসেম্বর সকালে নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের মন্দির, ভাণ্ডার ঘর, ভোগ ঘরের তালা ভেঙে চুরি ও ভোগ ঘরের বারান্দায় হাত-পা বাধা তরুণ দাসের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত তরুণ দাসের ছেলে তপু দাস একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।
শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে চট্টগ্রাম থেকে সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জেরায় সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং জড়িত আরো কয়েকজনের নাম বলেছে । তদন্তের স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।মারুফাত হুসাইন আর বলেন, সবুজ হোসেনসহ অন্যরা মহাশ্মশানে চুরি করতে গিয়ে মন্দিরে উপস্থিত তরুণ চন্দ্র দাস তাদের দেখে ফেলে। এ সময় তারা তরুণ চন্দ্র দাসের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
পাশাপাশি জানা গেছে যে বাংলাদেশের সিলেট জেলায় মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ৯, ১০, ১১ তারিখ—এই ৩ দিনব্যাপী।মাহফিলের স্থান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে অবস্থিত গোপালটিলা এলাকায় একটি প্রাচীন শিব মন্দির উপর থেকে নিচ পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে । ফলে বন্ধ রয়েছে নিত্যসেবার পুজো । এনিয়ে হিন্দুদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ।।