এইদিন ওয়েবডেস্ক,ভোপাল(মধ্যপ্রদেশ),২৭ জুলাই : ভারতকে ‘হিন্দুরাষ্ট্রে’ রূপান্তরিত করার জন্য প্রতিটি হিন্দু নারীকে ৪ টি করে পুত্র সন্তানের জন্ম দেওয়ার আহ্বান জানিয়েছেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়িন (Ujjain)জেলার মহামণ্ডলেশ্বর পঞ্চায়েতি নিরঞ্জনী আখড়ার( Mahamandaleshwar of Panchayati Niranjani Akhara) স্বামী প্রেমানন্দ মহারাজ (Swami Premanand Maharaj) । চলমান শ্রীমদ ভাগবত কথা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়েছিলেন বলে জানিয়েছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ।
প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানের পঞ্চম দিনে বক্তৃতায়, স্বামী প্রেমানন্দ মহারাজ মন্তব্য করেছিলেন, ‘এমনকি ভাগবত পুরাণ এক ব্যক্তির কথা বলে যার ৬০,০০০ পুত্র রয়েছে৷ আজ অনেকেরই এক বা দুই ছেলে আছে। ভারতকে হিন্দুরাষ্ট্রে রূপান্তরিত করতে, প্রতিটি পরিবারে কমপক্ষে চারটি করে সন্তান থাকা উচিত।’ অনেক মহিলা সহ বিশাল শ্রোতাদের সম্বোধন করে তিনি বলেছিলেন,’আমাদের উত্তর প্রদেশ চলে গেছে, সেই রাজ্যের ১৭ টি জেলা আর হিন্দু ধর্মের নেই। অর্ধেক বাংলা চলে গেছে, আর আসামে ৫ লাখ মানুষ আছে, যাদের ভিসার পাসপোর্ট নেই। সেখানে তারা (সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা) ৮-১০ টি বাচ্চার জন্ম দিচ্ছে, যখন আমাদের (হিন্দু) মা ও বোনেরা তাদের ফিগার ঠিক রাখার দিকে মনোনিবেশ করছে।’
তিনি বলেন,’২৫ বছর আগে ভারতে তারা (সংখ্যালঘু সম্প্রদায়) ছিল মাত্র ২ কোটি, তারপর তারা ৯ কোটিতে পরিণত হয়েছে এবং বর্তমানে ৩৮ কোটি হয়ে গেছে । সেই দিন বেশি দূরে নয় যেদিন ভারত ইন্দোনেশিয়ায় পরিণত হবে ।’।