এইদিন ওয়েবডেস্ক,ঝালকাঠি(বাংলাদেশ),০৭ জানুয়ারী : ফের এক হিন্দু খুন হল বাংলাদেশে । এবারে বাংলাদেশের ঝালকাঠি জেলার বাউকাঠি বাজারের মোবাইল ব্যবসায়ী সুদেব হালদার (২৬)কে নৃশংসভাবে জবাই করে খুন করেছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা । জানা গেছে, নিহত যুবক সুদেব হালদারের বাড়ি বেতরা গ্রামে । রোজ সকালে দোকান যেতেন এবং রাতে বাড়ি ফিরতেন । দুপুরে বাউকাঠি বাজারের একটা মেসে তিনি খাওয়া দাওয়া করতেন ।
সোমবার যথারীতি রাত্রি প্রায় দশটা নাগাদ তিনি দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন । কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি । এদিকে রাত্রি ১১ টা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বাউকাঠি বাজারের অনান্য ব্যবসায়ীদের পাশাপাশি আত্মীয়স্বজনদের ফোন করেন । কিন্তু যুবকের কোনো সন্ধান পাননি তারা ।
জানা গেছে,আজ মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে যাওয়ার সময় বেতরা যাবার পথে রামপুর ব্রিজের পাশে একটা চষা জমিতে সুদেব হালদারের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে । পরে খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় । যুবকের শ্বাসনালী কাটা ছিল এবং ঘাড়ে ও পিঠে গভীর ক্ষত দেখতে পাওয়া যায় ।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামে একটা ফেসবুক পেজের অন্যতম অ্যাডমিন কাজল চন্দ্র দাস লিখেছেন,’মাত্র ২৬ বছর বয়সেই জীবন প্রদীপ নিভে গেল সুদেব হালদারের…. বর্তমান সরকারের আমলে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় নেমে গেছে ভাবতেই গা শিউরে উঠছে। সুদেব হালদার নামে মোবাইল ব্যবসায়ী এই যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝালকাঠি জেলার বাউকাঠি বাজারে। গতকাল রাতে বাউকাঠি বাজারে তার দোকানের কাজ শেষে গ্রামের বাড়ি বেতরা যাবার পথে রামপুর ব্রিজের পাশে দুর্বৃত্তরা তাকে জবাই করে পাশের জমির ভিতর ফেলে রেখে যায়। আজ সকালে তার লাশ সনাক্ত হয় এবং পুলিশ এসে উদ্ধার করে। জঙ্গি মনোভাবসম্পন্ন অমানুষদের কাজ এটা।’।