এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৪ জানুয়ারী : বাংলাদেশের রাজধানী ঢাকার হাজারীবাগে রাজবংশী (৩৭) নামে এক হিন্দু ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে প্রায় ৭০ ভরি সোনার অলঙ্কার লুটপাট চালানোর ঘটনা ঘটেছে৷ বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাজারীবাগের সেকশন বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। রাত সোয়া ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, সজল হাজারীবাগ সেকশন এলাকার খোকন রাজবংশীর ছেলে। তিনি কামরাঙ্গীরচরের ইতি জুয়েলার্সের মালিক। সজলের ছোটভাই জয় রাজবংশী বলেন, ‘রাত ১১টার দিকে দোকান বন্ধ করে মোটর সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন আমার দাদা । বাড়ির কাছাকাছি এলে দুর্বৃত্তরা দাদার বাম পায়ে গুলি করে। এ সময় তাঁর কাছে থাকা প্রায় ৭০ ভরি সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে যায় তারা। পরে আমরা খবর পেয়ে দ্রুত দাদাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে এখানেই তাঁর চিকিৎসা চলছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মহম্মদ ফারুক জানান, রাত সোয়া ১২দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক জুয়েলারি ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।।