এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৭ জুলাই : বাংলাদেশের মাগুরা শহরের ছায়াবীথি সড়কে গতকাল রাত প্রায় ১১ টা নাগাদ ভজন কুমার গুহ নামে এক হিন্দু ব্যবসায়ীকে গলা কেটে নৃশংস ভাবে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে ৷ মৃত ব্যক্তি কলার ব্যবসা করতেন । এই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকার হিন্দুদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার রাত প্রায় ১১টা নাগাদ শহরের ছায়াবীথি সড়কের পাশ থেকে ভজন কুমার গুহের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ দেখতে পায় স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন এবং গলাকাটা অবস্থায় ছিল। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, নিহত ভজন কুমার গুহ স্থানীয় বাজারের একজন পরিচিত কলা ব্যবসায়ী ছিলেন। হত্যাকাণ্ডের পর পরই অভিযান চালিয়ে ঘটনাস্থলের আশপাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। একই সাথে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
তবে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ আটক করা যুবককে জিজ্ঞাসাবাদ করছে এবং হত্যাকাণ্ডের ঘটনার পেছনের মূল উদ্দেশ্য কি তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
রংপুর জেলার আলদাদপুর গ্রামে হিন্দুদের ঘরবাড়িতে জামাত ইসলামির ব্যাপক হামলা….ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট
পাশাপাশি অন্যদিকে বাংলাদেশের রংপুর জেলার গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর গ্রামে হিন্দুদের ঘরবাড়িতে হানলা চালিয়ে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ করেছে জামাত ইসলামির জঙ্গিরা । জানা গেছে,বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর গ্রামের বাসিন্দা রঞ্জন রায় (১৮) নামে এক হিন্দু কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ইসলামের নবীকে নিয়ে কটুক্তির গুজব ছড়িয়ে দেয় স্থানীয় মুসলিমরা । এনিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার শুরু করে ওই হিন্দু কিশোরকে “সর তন সে জুদা” করার ডাক দেয় । শনিবার রাতে জামাত ইসলামির জঙ্গিরা দল বেঁধে কিশোরদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের পর আগুন ধরিয়ে দেয় ৷ ইসলামি জঙ্গিদের উদ্দেশ্য ছিল রঞ্জন ও তার বাবাকে প্রাণে মারার । তাদের খুঁজে না পেয়ে মুসলিম জনতা রঞ্জন এর মামার বাড়িতে আক্রমণ করে । একইভাবে সেখানেও ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয় ।।