এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৯ মার্চ : রমজান মাসে দোকান খোলায় বাংলাদেশের এক হিন্দু ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে গত শুক্রবার,১৫ মার্চ বাংলাদেশের সিলেট শহরে । জখম ব্যবসায়ী রাজীব কুমার দে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । হামলাকারীকে সোহেল হাসান নামে শনাক্ত করেছে পুলিশ । সে ক্ষমতাসীন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সাথে যুক্ত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য । আক্রান্ত ব্যবসায়ীর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (এসওএমসিএইচ) কাছে একটি ছোট দোকান রয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে যে হাসান এবং তার সহযোগীরা রমজান শুরু হওয়ার পর থেকে রাজীববাবুর কাছে চাঁদা দাবি করে আসছিল । কিন্তু তিনি তাদের সেই অন্যায় দাবি মেনে নেননি । চাঁদাবাজির টাকা দিতে অস্বীকার করে রাজীব দে তার ব্যবসা চালিয়ে যান। পাশাপাশি রমজানে রোজা পালনকারী রোজাদার রোগীদের বিশ্রামের জন্য তিনি তার দোকানের বাইরে একটি ছাউনি তৈরি করেছিলেন। এছাড়াও তিনি, সন্ধ্যায়, তার মুসলিম গ্রাহকদের ইফতারি, উপবাস ভাঙ্গার জন্য খাওয়া খাবার ব্যবস্থা করতেন।
ঘটনার বিবরণে জানা গেছে,শুক্রবার বিকেলে, হাসান এবং তার সহযোগীরা রাজীব দের দোকানে আসে, রমজানের সময় হিন্দু হিসাবে তার ব্যবসা পরিচালনা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ তোলে তারা । এই বলে তারা দাবি করে যে একজন হিন্দু ব্যক্তি মুসলমানদের কাছে ইফতারি বিক্রি করতে পারে না। পরবর্তীকালে, তারা ধারাল অস্ত্র দিয়ে রাজীববাবুর উপর হামলা চালায় এবং তার দোকানে ভাঙচুর করে।হামলায় ওই ব্যবসায়ী গুরুতর আহত হন, পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ফলে তার মাথায় মোট ১৮ টি সেলাই দিতে হয়েছে এবং তার দোকানের ক্যাশবাক্স থেকে টাকাপয়সা লুটপাট চালানো হয়েছে বলে জানা গেছে। হামলায় রাজীব দে-এর এক কর্মচারীও আহত হয়েছেন বলে জানা গেছে ।এদিকে ঘটনার খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈনুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। তবে এখন পর্যন্ত এ হামলার ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।।