এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৫ জুন : ধর্ম বা জিহাদের নামে মানুষ খুন করা আত্মঘাতী সন্ত্রাসবাদীদের কিভাবে ৭২ হুর-এর স্বপ্ন দেখিয়ে ব্রেনওয়াশ করা তার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে হিন্দি ছবি “৭২ হুর” (72 Hoorain) । দু’বারের জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সঞ্জয় পুরান সিং চৌহান ছবিটি পরিচালনা করছেন । ছবিটির প্রযোজনা করছেন গুলাব সিং তানওয়ার এবং সহ-প্রযোজক অশোক পণ্ডিত । কিভাবে ধর্ম ও বিশ্বাসের নামে সন্ত্রাসবাদী বানানো হয় । আত্মঘাতী বিস্ফোরণের পর ৭২ হুরের সঙ্গ পাওয়ার স্বপ্ন দেখিয়ে সন্ত্রাসীদের কিভাবে মগজ ধোলাই করা হয় । বহু যুবক তাতে প্রলুব্ধ হয়ে এই ফাঁদে পড়ে নিজে মৃত্যু বরণ করে এবং বহু নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেয় । কিন্তু ৭২ হুরের ধারণা কি সত্যি নাকি জিহাদ ছড়ানোর জন্য একটা কাল্পনিক ধারণা কে তৈরি করা হয়েছে ? মৃত্যুর পরও যদি অতৃপ্ত আত্মা এভাবেই ঘুরতে থাকে, তাহলে ৭২টি হুর পাওয়া যাবে কি করে ? মূলত এসব বিষয় নিয়ে আলোচনা উঠে এসেছে এই ছবিতে ।
ছবিটির প্রযোজক গুলাব সিং তানওয়ার বলেছেন, ‘এই প্রকল্প হাতে নেওয়া কোনো দুর্বল হৃদয়ের মানুষের কাজ ছিল না। এতে আমরা দেখাব ধর্মের নামে সাধারণ মানুষকে কীভাবে হত্যা করা হয় । সত্য বলার সময় এসেছে ।’
ছবিটির সহ-প্রযোজক অশোক পণ্ডিত টিজার পোস্ট করে টুইট করেছেন,’প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরছি আমাদের চলচ্চিত্র ৭২ হুর (72 Hoorain)এর ফার্স্ট লুক । আমি নিশ্চিত আপনারা এটা পছন্দ করবেন । সন্ত্রাসবাদের পরামর্শদাতাদের আশ্বাস অনুযায়ী আপনি যদি নির্মমভাবে মৃত্যুবরণ করেন তাহলে কি আপনি ৭২ জন কুমারীর সঙ্গ পাবেন ? আমার আসন্ন ছবি “৭২ হুরাইন” এর ফার্স্ট লুক উপস্থাপন করছি। ছবিটি ২০২৩ সালের ৭ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে ।’।