• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এক টাকা মূল্যে ’চপ’ বেচে বিত্তশালী হিমাংশু,বেকারদের দেখাচ্ছেন রোজগারের দিশা

Eidin by Eidin
July 17, 2021
in রাজ্যের খবর
এক টাকা মূল্যে ’চপ’ বেচে বিত্তশালী হিমাংশু,বেকারদের দেখাচ্ছেন রোজগারের দিশা
চপ বিক্রি করছেন হিমাংশু সেন । জামালপুর । শনিবার ৷
7
SHARES
102
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৭ জুলাই   : অতিমারির মধ্যেও জ্বালানির অাঁচে জ্বলছে গোটা দেশ ।অগ্নিমূল্য সবেরই বাজার দর। কিন্তু তাত কি ! এই সব নিয়ে বিশেষ মাথাই ঘামাতে চান না পূর্ব বর্ধমানের জামালপুর থানার পাঁচড়ার ’চপ-তেলেভাজা’ বিক্রেতা হিমাংশু সেন । বরং তিনি মনেকরেন এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ’ষোল আনা’ অর্থাৎ ১ টাকা পিস দরে ‘চপ’ও অন্য ’তেলে ভাজা’ বিক্রি করেও বিত্তশালী হওয়া যায়। শুধু মনে করাই নয়,বাস্তবে সেটা তিনি করেও দেখিয়ে চলেছেন।’চপ’ বিক্রেতা হিমাংশুবাবুর এমন ব্যবসায়ীক কর্মকাণ্ডাই এলাকার বেকার দের ’আত্মনির্ভর’ আর্থিক রোজগারে দিশা দেখাচ্ছে। যা চাক্ষুষ করে অনেকে এখন বলতে শুরু করেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ’চপ’ শিল্প নিয়ে ’হক’ কথাই বলেছিলেন ।’
জামালপুরের পাঁচড়া গ্রামের দক্ষিনপাড়ায় বাড়ি হিমাংশু সেনের। বাড়ির কাছেই রয়েছে তাঁর প্রসিদ্ধ চপ-তেলে ভাজার দোকান। প্রতিদিন দুপুর ৩ টায় খুলে যায় তাঁর ’চপের’ দোকান।তারপর থেকেই পরিবারের সবাই মিলে দোকান চালান। দোকানের এক ধারে বসে গ্যাসের উনানে গরম তেলের কড়াইয়ে ফুলুড়ি,সিঙ্গারা ,ভেজিটেবিল চপ ,আলুর চপ এই সবকিছুই ভাজেন হিমাংশু বাবু ।এছাড়াও ঘুগনি এবং অল্পস্বল্প করে রসোগোল্লা ,পান্তুয়া, ল্যাংচা  ও মাখা সন্দেশও বিক্রির জন্যে তিনি তৈরি করেন। তবে চপ বিক্রীই তাঁর মূল ব্যবসা । দোকান খোলার কিছু সময় পর থেকেই খরিদ্দারের ভিড় বাড়তে শুরু করে শিমাংশু বাবুর দোকানে ।খরিদ্দার সামলান হিমাংশু বাবুর স্ত্রী বন্দনাদেবী,ছেলে কাশিনাথ ও পুত্রবধূ শম্পা। ’চপ’ ভাজা থেকে শুরু করে ’চপ ,ঘুগনি‘ বিক্রি এই দুই কাজে রাত ৯ টা পর্যন্ত সেন পরিবারের কেউ একমুহুর্ত ফুরসত পান না।প্রায় ৩০ বছর ধরে ১ টাকা মূল্যে ’চপ-তেলেভাজা, বিক্রি করেই হিমাংশুবাবু ও তাঁর পরিবার এখন এলাকার  বিত্তশালীদের মধ্যে একজন হয়ে উঠেছেন।  যা দেখে অনেকের ঈর্ষা হয় ঠিকই । কিন্তু তারা হিমাংশু বাবুর ব্যবসায়ীক বিচক্ষণতার কাছে মাথা নত না করে পারেন না ।
         দুর্মূল্যের বাজারেও ১টাকা পিস দরে চপ-তেলে ভাজা বিক্রী করে লাভের মুখ দেখার ব্যবসায়ীক রহস্যটা কি ? এই প্রশ্নের উত্তরে হিমাংশু সেন বলেন,তাঁদের পরিবার এক সময়ে আর্থিক ভাবে অত্যন্ত দুর্বল ছিলো । রোজগারের বিকল্প আর কোনও পথ সেভাবে খুঁজে না পেয়ে তাঁর বাবা বিশ্বনাথ সেন অনেক বছর আছে বাড়ি লাগোয়া জায়গায় চপের দোকান খুলে বসেন ।তাঁর বাবা এলাকার মানুষের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে তখন  ৮০ পয়সা ’পিস’ দরে চপ-তেলে ভাজা বিক্রী করা শুরু করেছিলেন। এর পর বেশ কয়েক বছর হল তিনি মাত্র  ২০ পয়সা দাম বাড়িয়ে ১ টাকা পিস দরেই চপ-তেলেভাজা বিক্রী করে চলেছেন। শুধু এক প্লেট ঘুগনির দাম ২ টাকা নেন বলে হিমাংশু বাবু বলেন।হিমাংশুবাবু দাবি করেন ,এলাকার গরিব ,নিম্নবিত্ত ও মধ্যবিত্তরাই তাঁর দোকানের ১ টাকা মূল্যের ’চপ-তেলেভাজা’ ও ২ টাকা প্লেটের ঘুগনির সবথেকে বড় ক্রেতা । 
এছাড়াও দুর-দুরান্তের ক্রেতাতো রয়েইছে । 
        প্রতিদিন ১০ কেজি বেসনের ’চপ- তেলেভাজা’
বিক্রী হয় হিমাংশুবাবুর দোকানে। শুধু ১০ কেজি বেসনই নয়। এর সঙ্গে প্রতিদিন লাগে ১ বস্তা আলু ,৫ কেজি মটর ,হাজার টাকার সরষের তেল সহ অন্যান সামগ্রী।হিমাংশু বাবু জানান,এইসব সামগ্রী কিনে দোকান চালানোর জন্যে প্রতিদিন তার প্রায় ৩৫০০ টাকার মতো  খরচ হয়। ১ টাকা পিস দরে চপ- তেলেভাজা আর ২ টা প্লেট দরে ঘুগনি বিক্রী করেও গড়ে প্রতিদিন  ৫০০- ৭০০ টাকা লাভ
থাকে বলে হিমাংশু বাবু জানান । সেই লাভের পয়সাতেই তিনি সংসার চালানোর পাশাপাশি মেয়ে কেয়া কে উচ্চশিক্ষিত করেছেন । এম এ ও বিএড পাশ করা পাস করা মেয়ের বিয়েও তিন বছর আগে ধুমধাম করে দিয়েছেন । ছেলের ছেলে অর্থাৎ নাতি  কুশল ও নাতনি কৃত্তিকাকেও উচ্চ শিক্ষিত করার স্বপ্ন নিয়ে গ্রামের প্রথমিক বিদ্যালয়ে ভর্তি করেছেন হিমাংশুবাবু । এছাড়াও চপ বিক্রীর লাভের পয়সা দিয়েই  তিনি পরিবারের সাবেকি  বাড়িটিকে ঝাঁ চকচকে বানিয়েছেন ।একই সঙ্গে চপের দোকানের লাগোয়া জায়গায় সম্প্রতি নতুন একটি সন্দর দোতলা বাড়িও তৈরি করেছেন । নূন্যতম মূল্যে অধীক বিক্রী-ই তাঁর ব্যবসায়ীক সাফল্যের চাবিকাঠি বলে হিমাংশু সেন জানিয়েছেন।
পাঁচড়া গ্রামের বাসিন্দা প্রেমনাথ ঘোষাল বলেন, ‘অর্থনীতিবিদরা বলছেন ভারত সহ গোটা বিশ্ব এখন  অর্থনৈতিক মন্দায় ধুুঁকছে ।  ভারতীয় ’জিডিপির’ পতনের প্রভাব পুরো বিশ্বের অর্থনীতিতে পড়বে বলেও  অর্থনীতিবিদরা আশঙ্কার কথা শোনাচ্ছেন । দেশের এমন  অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ১ টাকা মূল্যে ’চপ’ বিক্রী করে হিমাংশু সেন কোন যাদুতে লাভের মুখ দেখছেন সেটাই  সবচেয়ে আশ্চর্য্যের বিষয়।হিমাংশু সেনের ব্যবসায়ীক সাফল্যের বিষয়টি হয়তো  অর্থনীতিবিদদেরও ভাবাবে । কারণ এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও হিমাংশু সেনের  ব্যবসায়ীক কর্মকাণ্ড এখন এলাকার বেকার দের  ’আত্মনির্ভর’ আর্থিক রোজগারে দিশা দেখাচ্ছে বলে প্রেমনাথ ঘোষাল মন্তব্য করেন“।পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান লালু হেমব্রম জানান, চপ-তেলেভাজার দোকান করে জীবনে বড়া হওয়া যায় বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বলেছিলেন ’। তারজন্য বিরোধীরা ব্যাঙ্গ বিদ্রুপ করতে ছাড়েন নি ।কিন্তু বাস্তবেই পাঁচড়ার হিমাংশু সেন প্রমাণ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ভুল কিছু বলেন নি । মুখ্যমন্ত্রী ’হক’ কথাই বলে ছিলেন । হিমাংশু বাবুর ব্যবসায়ীক ’স্ট্রাটেজির’ কথা জেনে তারিফ করেছেন অর্থনীতি নিয়ে পড়া শুনা জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার ।।

Previous Post

পরকীয়ার জের, স্বামীকে খুন করে রান্নাঘরে পুঁতে সেই কবরের উপরে বসে রান্না করত স্ত্রী

Next Post

ভাতার থেকে উধাও হয়ে যাওয়া ভোজ্য তেলের লরি উদ্ধার ঝাড়খন্ডের দুমকায়

Next Post
ভাতার থেকে উধাও হয়ে যাওয়া ভোজ্য তেলের লরি উদ্ধার ঝাড়খন্ডের দুমকায়

ভাতার থেকে উধাও হয়ে যাওয়া ভোজ্য তেলের লরি উদ্ধার ঝাড়খন্ডের দুমকায়

No Result
View All Result

Recent Posts

  • ফ্রান্সের নিওর্টে ২০ বছরের আফগান শরণার্থীর ধর্ষণে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধার  
  • স্কুলে শিক্ষকতার চাকরি হারিয়ে এখন ঝালমুড়ি বিক্রেতা, রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে করুন পরিনতির মুখে মালদার দম্পতি ; দুষছেন মমতা ব্যানার্জিকে 
  • “বিন্দি” না লাগানোর জন্য প্রশ্ন করায় বলেছিলেন “মাই চয়েস”, এখন আবুধাবির মসজিদে ‘আবায়া’ পরে পর্যটনের প্রচার করে ট্রোল হচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ; সঙ্গে স্বামী রনবীর সিং ইসলামি কায়দায়
  • হিন্দু হওয়ার অপরাধে স্ত্রীকে চাকরিচ্যুত করেছে ইসলামী ব্যাঙ্ক, উদ্বেগে হৃদরোগে মৃত্যু স্বামীর
  • উত্তরবঙ্গ থেকে ভেসে যাওয়া কাঠের গুঁড়ি ‘চন্দন কাঠ’ বলে ২০ থেকে ৩৫ হাজার টাকায় বিকোচ্ছে বাংলাদেশে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.