এইদিন ওয়েবডেস্ক,সিমলা(হিমাচল প্রদেশ),১২ নভেম্বর : আজ শনিবার হিমাচল প্রদেশের ৪১২ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হচ্ছে । রাজ্যের ৬৮ টি আসনে মোট ভোটার ৫৫ লাখ । ৭৮৮১ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে সকাল ৮ টা থেকে । শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মোট ৩০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে । নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী ৮ ডিসেম্বর । এদিকে ভোটারদের ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । একই আবেদন জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরও । তিনি বলেছেন,’আজ ভোট হচ্ছে এবং আমি সকল ভোটারদের বলতে চাই যে আপনারা অবশ্যই ভোট দিতে যাবেন যাতে আমরা গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারি। আমি নিশ্চিত যে এবার জনগণের মনে সরকারকে ফিরিয়ে আনার ইচ্ছা আছে এবং আমরা অবশ্যই এতে সফল হব ।’
প্রসঙ্গত,হিমাচল প্রদেশে মূলত লড়ায় বিজেপি ও কংগ্রেসের মধ্যে । কিন্তু ভোট পূর্ববর্তী সমীক্ষায় দেখা গেছে বিজেপির দিকেই পাল্লা ভারি । সকালে ভোট গ্রহণ শুরু হতেই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে । মহিলা ও পুরুষদের ভোট দেওয়ার জন্য পোলিং বুথের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ।।