এইদিন ওয়েবডেস্ক,শিমলা,১০ নভেম্বর : হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন আগামী ১২ নভেম্বর । আজ বৃহস্পতিবার থেকে শেষ হতে চলেছে নির্বাচনের প্রচার পর্ব । ফলে তুঙ্গে উঠেছে প্রচার । জনসমাবেশের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রচার, কিছুই বাদ রাখছে না কোনো দলই । এদিকে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিজেপি ও কংগ্রেস উভয়েই জয়ের দাবি করছে । কিন্তু সাধারণ মানুষ কি চাইছেন সেটাই দেখার ।
সম্প্রতি একটি জনমত সমীক্ষা প্রকাশ হয়েছে । তাতে দেখা গেছে অল্প ব্যবধানে হলেও বিজেপির পাল্লাই ভারি । সমীক্ষা অনুযায়ী বিজেপি ৩১ থেকে ৩৯ টি আসন পেতে চলেছে । অন্যদিকে ২৯ থেকে ৩৭ আসন পেতে পারে কংগ্রেস । সমীক্ষা অনুযায়ী ৬৮ আসন বিশিষ্ট হিমাচল প্রদেশে একক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া শিবির ।
সমীক্ষায় দেখা গেছে,৪৭ শতাংশ মানুষের সবচেয়ে বেশি পছন্দ বিজেপি । ৪৩ শতাংশ মানুষ কংগ্রেসকে চাইছেন । ৩ শতাংশ মানুষ আম আদমি পার্টিকে রাজ্যে ক্ষমতায় দেখতে চাইছেন । পাশাপাশি অনান্যদের পক্ষে ২ শতাংশ,ত্রিশূল ১ শতাংশ এবং নোটায় ৪ শতাংশ মানুষ ভোট দেওয়ার কথা বলেছেন ।।