এইদিন ওয়েবডেস্ক,মালদা,১০ জানুয়ারী : রাজ্য ফেড়ারেশন অফ ট্রাক মালিক অর্গানাইজেশনের তৎপরতায় উদ্ধার হল পুরাতন মালদার নারায়নপুর থেকে হাইজ্যাক হওয়া একটি ট্রাক । জানা গেছে, শনিবার রাতে মালদার গাজোল টোল প্লাজা পেরিয়ে যাওয়ার পর থেকেই ট্রাকটি উধাও হয়ে যায় । ট্রাকের মালিক অমিত মন্ডল খোঁজাখুঁজি করে ট্রাকের কোনও সন্ধান না পেয়ে মালদা থানার পুলিশের দ্বারস্থ হন । সেই সঙ্গে রাজ্য ফেড়ারেশন অফ ট্রাক মালিক সংঠনকে বিষয়টি জানান । শেষে সংগঠনের তৎপরতায় মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা থেকে উদ্ধার হয় হাইজ্যাক হওয়া ট্রাকটি । পাশাপাশি ৩ হাইজ্যাকারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,মালিকের কাছ থেকে ট্রাক হাইজ্যাক হওয়ার বিষয়টি জানতে পেরে তৎপর হয় সংগঠন । সংগঠনের নিজস্ব হোয়াটস অ্যাপ গ্রুপে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে সকল সদস্যকে এনিয়ে অ্যালার্ট করে দেওয়া হয় । মেসেজটি শোনেন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি চ্যাংড়াবান্ধায় সংগঠনের কর্মকর্তা আব্দুল সামাদসহ সকল সদস্যরা । সকলে মিলে নিজের নিজের সোর্স কাজে লাগিয়ে হাইজ্যাক হওয়া ট্রাকের সন্ধান চালাতে শুরু করেন ।
অবশেষে সোমবার সকালে চ্যাংড়াবান্ধা পেট্রোল পাম্প এলাকা একটি পার্কিং থেকে উদ্ধার হয় ট্রাকটি । খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেখলিগঞ্জ থানার পুলিশ । পুলিশ গিয়ে ৩ হাইজ্যাকারকে আটক করে । ট্রাক মালিক অমিত মন্ডল বলেন, ‘ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি ওরা দুটো ট্রাক হাইজ্যাকের মতলবে ছিল । সেই কারনে ওরা আমার ট্রাক নিয়ে ফারাক্কাতেও গিয়েছিল । কিন্তু ওখানে সফল হয়নি ।’ তিনি বলেন,’ওরা পরিকল্পনা করেছিল চুরি করা ট্রাক বিক্রি করে মোট টাকা তিনজন মিলে ভাগ করে নেবে । কিন্তু সংগঠনের তৎপরতায় সৌভাগ্যক্রমে আমার ট্রাকটি উদ্ধার হয়েছে ।’।