এইদিন ওয়েবডেস্ক,রতুয়া(মালদা),২৫ ফেব্রুয়ারী : কর্ণাটক থেকে হিজাব বিতর্ক এবার পশ্চিমবঙ্গেও। হিজাব পড়ে আসায় এক গ্রামীণ স্বাস্থ্যকর্মীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত নার্সের বিরুদ্ধে। ঘটনাটি মালদার রতুয়া-১ ব্লকের গোরক্ষা গ্রামের ।এনিয়ে ওই নার্সের বিরুদ্ধে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই স্বাস্থ্যকর্মী। তদন্তের আশ্বাস দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। অভিযোগ খতিয়ে দেখছেন বিডিও।
জানা যায়,অভিযোগকারী স্বাস্থ্যকর্মীর নাম আনোয়ারা খাতুন । তিনি রতুয়া-১ ব্লকের চাঁদমুনি-১ অঞ্চলের গোরক্ষা গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রের এএনএম । আনোয়ারা খাতুনের বক্তব্য তিনি দফতর নির্ধারিত পোশাক পরেই ডিউটি করে থাকেন।তার সঙ্গে ওই রঙের হিজাব পরেন তিনি। তার অভিযোগ, হিজাব পড়ার জন্য দায়িত্বে থাকা নার্স তাঁকে অপমান করেছেন।স্বাস্থ্যকেন্দ্রে ঢুকতে দেননি।
আনোয়ারার দাবি নার্স তাঁকে জানিয়ে দেন, হিজাব খুলে না আসলে তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এমনই মর্মে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।
আনোয়ারা বলেন,’এর আগেও আমার হিজাব পড়া নিয়ে আপত্তি করেছিলেন ওই নার্স। যদিও পরে পড়ে আসলেও সমস্যা হয়নি। কিন্তু কাল দফতরের কাজের রিপোর্ট জমা দিতে যখন হিজাব পড়ে আসি তখন দিদিমণি আমায় অপমান করেন। জানিয়ে দেন হিজাব পড়ে আসা যাবে না। আমাকে অফিস থেকে বের করে দেন।’এনিয়ে অভিযুক্ত নার্সের প্রতিক্রিয়া পাওয়া যায়নি । বিডিও রাকেশ টোপ্পো জানান, অভিযোগ খতিয়ে দেখা হবে। তদন্তের আশ্বাস দিয়েছেন বিএমওএইচ মাসুদ রহমানও।।