এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৩ ফেব্রুয়ারী : ‘হিজাব বিতর্ক’-এর আগুন ছড়াল এরাজ্যের মুর্শিদাবাদ জেলার সুতি বহুতলী হাইস্কুল । জানা গেছে, স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের হিজাব বা বোরখা পড়তে নিষেধ করা হয়েছে বলে অভিযোগ তুলে শনিবার স্কুলে চড়াও হয় অবিভাবক ও স্থানীয় গ্রামের বেশ কিছু লোকজন । প্রধান শিক্ষককে বেদম মারধর করা হয় বলে অভিযোগ । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় সুতি-১ বিডিও ও স্থানীয় পুলিশ । সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইঁটপাটকেল ছোড়ে উত্তেজিত জনতা । এমনকি স্কুল লক্ষ্য করে বোমাবাজিরও অভিযোগ উঠেছে ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ছুড়তে বাধ্য হয় । এই ঘটনায় এযাবৎ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে । রবিবার ধৃতদের আদালতে পাঠানো হয় । এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে রাখা হয়েছে ।
জানা গেছে,পরে স্কুল প্রশাসনের পক্ষ থেকে ছাত্রীদের পরিবারের সদস্যদের সঙ্গে একটি বৈঠক করা হয় । তখন অবিভাবকরা অভিযোগ তোলেন স্কুলের প্রধান শিক্ষক দিনবন্ধু মিত্র নির্দেশ দিয়েছিলেন যাতে কোনও ছাত্রী ক্লাসে হিজাব বা বোরখা পড়ে না আসে । এমনকি নিষেধ অমান্যকারীদের নাম স্কুলের রেজিস্ট্রি বুক থেকে মুছে ফেলা হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন বলে অভিযোগ অবিভাবকদের । যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন,স্কুলের পক্ষ থেকে এমন কোনও আদেশ জারি করা হয়নি ।।