এইদিন ওয়েবডেস্ক,কালাবুরাগি(কর্ণাটক),১৫ মে : বিজেপির শাসনকালে কর্ণাটকের হিজাব বিতর্ক এক সময় আলোড়ন ফেলে দিয়েছিল দেশ জুড়ে । শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক পরার উপর নিষেধাজ্ঞাও জারি করেছিল কর্ণাটক হাইকোর্ট । মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও । কিন্তু কর্ণাটক হাইকোর্টের রায় প্রত্যাহার করেনি সর্বোচ্চ আদালত । এবারে কংগ্রেস রাজ্যে ক্ষমতায় ফিরতেই ফের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ব্যবহারের অনুমতি দেওয়া নিয়ে চর্চা শুরু হয়ে গেছে ।
রাজ্যের একমাত্র মুসলিম মহিলা বিধায়িকা কানিজ ফাতিমা জানিয়েছেন যে রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে তাদের সরকার । তিনি বলেন,’আমরা আগামী দিনে হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেব । আমরা ছাত্রীদের হিজাব পরে ক্লাস করা ও পরীক্ষায় বসারও অনুমতি দেবো ।’ এর আগে তিনি বলেছিলেন, আমি হিজাব পরে সমাবেশে বসব। কারো সাহস থাকলে আমাকে থামান। যারা হিজাব পরতে চায় তারা তা পরতেই থাকবে। এটা আমাদের সংস্কৃতির অংশ এবং এটাকে বন্ধ করার অধিকার কারোর নেই ।’
কালাবুর্গী উত্তরের কংগ্রেস বিধায়িকা কানিজ ফাতিমা ২,৭১২ ভোটে বিজেপির চন্দ্রকান্ত পাটিলকে পরাজিত করেছেন । এর আগে ২০১৮ সালের নির্বাচনেও ফাতিমা একই চন্দ্রকান্ত পাটিলের বিরুদ্ধে জিতেছিলেন । কংগ্রেস বিধায়িকা কানিজ ফাতিমা পূর্ববর্তী বিজেপি সরকারের হিজাবের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ।।

