দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১১ মার্চ : ঘরের মধ্যে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে এক উচ্চমাধ্যমিক ছাত্রের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের ৭ নম্বর ওয়ার্ডের মাধবীতলা এলাকায় । শুক্রবার বিকেলে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও দমকলবাহিনী গিয়ে বন্ধ ঘর থেকে ওই পড়ুয়াকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ জানিয়েছে মৃতের নাম করণ সাহা(১৬) ৷ তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গয়সাবাদ এলাকায় । কাটোয়ার ভারতীভবন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ওই পড়ুয়া পড়াশোনার সুবিধার জন্য মাধবীতলা এলাকায় ভাড়া থাকত । ওই ছাত্রের এভাবে মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
জানা গেছে,করণরা দুই ভাই । সে ছোট । দাদা রাহুল ব্যাঙ্গালোরে মেডিক্যাল নিয়ে পড়াশুনা করেন । তাঁদের বাবা মিহির সাহা কর্মসূত্রে মুম্বইতে থাকেন । মা সুচিত্রাদেবী থাকেন গ্রামের বাড়িতে । বিজ্ঞান শাখার ছাত্র ছিল করণ । পড়াশোনার সুবিধার জন্য সে মাধবীতলা এলাকায় বাসনা সাহা নামে এক আত্মীয়ের বাড়িতে ভাড়া থাকত । তবে হরিয়ানাতে থাকেন বাসনাদেবী । ফলে একাই বাড়িতে থাকতো করণ ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ করণ সাহার ঘর থেকে আগুনের হলকা দেখতে পান স্থানীয় বাসিন্দারা । সেই সঙ্গে চামড়া পোড়ার গন্ধ আসতে থাকে ওই ঘর থেকে । কালবিলম্ব না করে স্থানীয়রা পুলিশ ও দমকল বিভাগে খবর দেয় । তাঁরা এসে দেখেন ঘরের দরজা বন্ধ । দরজার খিল ভেঙে ঘরে ঢুকতেই ওই পড়ুয়াকে খাটের উপর পড়ে থাকতে দেখেন পুলিশ ও দমকল কর্মীরা । খবর পেয়ে কাটোয়ায় আসেন মৃতের মা । খবর দেওয়া হয় বাবা ও দাদাকেও ।
জানা গেছে,করণ সম্প্রতি গ্রামের বাড়ি গিয়েছিল । এদিনই সে কাটোয়ায় ফেরে । আর কাটোয়ায় আসার কয়েক ঘন্টার মধ্যেই তার রহস্যজনকভাবে মৃত্যুতে ধন্দ্বের সৃষ্টি হয়েছে ।।