এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ মে : লোকসভা ভোটের মাঝেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে বড়সড় ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট । আজ বুধবার কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর এরাজ্যে জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে । কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছেন । তবে ২০১০ সালের আগে ওবিসি সার্টিফিকেট বৈধ হবে । কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর এযাবৎ জারি করা সমস্ত শংসাপত্র । হাইকোর্টের এই নির্দেশের পর বাতিল হয়ে গেল ৫ লক্ষ ওবিসি শংসাপত্র ।ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে বৈধ নিয়ম মেনে ওই সমস্ত শংসাপত্রগুলি জারি করা হয়নি।
জানা গেছে,আদালত ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট ১৯৯৩ অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করে বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নেওয়ার নির্দেশ দিয়েছে । কিন্তু ২০১১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে যারা ওবিসি শংসাপত্র কাজে চাকরি পেয়েছেন তাদের কি হবে ? তাদের চাকরির উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে আদালত ।।