এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ নভেম্বর : বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রবিবারের একটি টুইটের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দুর ‘মস্তিষ্ক বিকৃতি’ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছিলেন । আর তারপরেই শুভেন্দুকে চাপে ফেলতে সোমবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শুভেন্দু অধিকারীদের বাড়ি ‘শান্তিকুঞ্জ’-এর সামনে ‘গেট ওয়েল সুন’ লেখা কার্ড এবং একটি করে গোলাপ ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা গিয়েছিল তৃণমূলের স্থানীয় নেতাকর্মীদের । পুলিশ ভিড় হঠিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় । শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী । বুধবার ওই মামলার শুনানি ছিল । শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বিরোধী দলনেতার বাড়ির সামনে বা কাছাকাছি যাতে জমায়েত না হয় তা নিশ্চিত করতে হবে ।
শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে জানান, ভালবাসার নাম করে তৃণমূলের লোকেরা বিরোধী দলনেতার বাড়ির সামনে ফুল নিয়ে গিয়ে অশ্লীল শব্দ প্রয়োগ করছে । আর এরপর বিচারপতি মান্থা বলেন,’বেশি ভালবাসায় মধুমেহ হবে ।’ এদিকে শুভেন্দুর বাড়ির সামনে জমায়েতের বিষয়টি নিয়ে রাজ্য সরকার জানিয়েছে,তারা শান্তিকুঞ্জের সামনে বারবার জমায়েত সমর্থন করে না । এনিয়ে তারা আদালতে হলফনামা জমা দিতে প্রস্তুত ।
অন্যদিকে মঙ্গলবার বাঁকুড়ার রাইপুরে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন,’কিছুদিন পর তিহার জেলের সামনে আমরা কার্ড আর গোলাপ ফুল নিয়ে অপেক্ষা করবো ।’।