এইদিন ওয়েবডেস্ক,১১ সেপ্টেম্বর : লেবাননের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহকে চরম ধাক্কা দিল ইসরায়েল । দক্ষিণ লেবাননে মঙ্গলবার রাতভর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আল শায়ের নামে হিজবুল্লাহর কমান্ডার মোহাম্মদ কাসেম আল- শায়েরকে খতম করেছে । ওই কুখ্যাত সন্ত্রাসবাদী হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের কমান্ডার ছিল।আইডিএফ বলছে, মহম্মদ আল-শায়ের ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর হোতা। তার মৃত্যু দক্ষিণ লেবানন থেকে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালানোর ক্ষমতাকে ব্যাহত করবে। আইডিএফ বলছে, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর ৩০টির বেশি স্থাপনায় হামলা করেছে। এসব হামলায় আল-কলাইলেহ শহরে সরকারি সম্পত্তি ও ভবনের ব্যাপক ক্ষতিসাধন করেছে।
ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের মতই হিজবুল্লাহকে নির্মূল করতে উঠেপড়ে লেগেছে ইসরায়েল । সেই কারনে গাজায় সন্ত্রাসী হামাসের ঘাঁটিগুলির পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর উপর মারাত্মক হামলা চালাতে শুরু করেছে । মঙ্গলবার রাতে দক্ষিণ লেবাননের রাতে পশ্চিম বেকা জেলার কারাউন গ্রামে হিজবুল্লাহর ঘাঁটিতে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় । সেই হামলাতেই মহম্মদ আল-শায়ের খতম হয় । হিজবুল্লাহ আল-শায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গোষ্ঠীটি বলেছে, ইসরায়েলি ওই হামলার জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের দুটি স্থানে এক ডজন কাতিউশা রকেট এবং বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ড্রোন তারা ভূপাতিত করেছে এবং কয়েকটি খোলা জায়গায় পড়েছিল।
প্রসঙ্গত,গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নাশকতার পর গাজায় ইসরায়েল- হামাস যুদ্ধ শুরু হয় । তারপর থেকে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত সন্ত্রাসবাদী সংগঠন মধ্যে হিজবুল্লাহর প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি হামলা ও সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা ঘটছে ।।