এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২১ অক্টোবর : ‘কোহলির আইকনিক স্ট্রেইট ড্রাইভ’ মেরে একঝাঁক বাংলাদেশিকে ওপারে পাঠিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা । গতকাল ফেরত পাঠানো বাংলাদেশিদের মুখ আবছা করা ছবি এক্স-এ পোস্ট করে হেমন্ত বিশ্বশর্মা লিখেছেন,’কোহলির আইকনিক স্ট্রেইট ড্রাইভের মতো, আমরাও অবৈধ অনুপ্রবেশকারীদের অঞ্চলে সরাসরি পুশব্যাক পরিচালনা করছি। আজ ভোরে শ্রীভূমি থেকে এই ধরণের পিচ আক্রমণকারীদের তাড়িয়ে দেওয়া হয়েছে।
দীপাবলি আসলে সেই সময় যখন ভালোরা মন্দকে পরাজিত করে।’ এর আগে তিনি জানিয়েছিলেন যে অনুপ্রবেশকারী বিতাড়নে তিনি মহেন্দ্র সিং ধোনির মত ঝোড়ো ব্যাটিং করছেন ।
অসমের মুখ্যমন্ত্রীর শেয়ার করা ছবিতে অন্তত ১৩ জন মহিলা ও পুরুষকে দেখা যাচ্ছে৷ যেখানে শিশুর সংখ্যা অন্তত ৭-৮ জন । এদিকে একজন ব্যবহারকারী লিখেছেন,’মামা, কতবার বলেছি ওদের কিডনিটা বের করে ফেরত পাঠাতে ।’ অন্যে একজন লিখেছেন, ‘ইয়ে বড়িয়া থা গুরু ।’ পঙ্কজ কে শর্মা লিখেছেন, ‘২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ফর ইন্ডিয়া এই গল্পের উপর নির্ভর করে চলছে যে কোটি কোটি অবৈধ অভিবাসী ভারতে শান্তিতে বসবাস করছে এবং আমরা ১৮/২০/২৫ তারিখে তাদের “পুশব্যাক” উদযাপন করছি প্রতি সপ্তাহে বা মাসে একবার! আরেকটি গল্প, কংগ্রেস রাজনীতিবিদরা ইউপিএ ১ এবং ২ যুগে কোটি কোটি টাকা লুট করেছেন, ১১ বছর কেটে গেছে, একজনও রাজনীতিবিদ জেলে যাননি!’