এইদিন ওয়েবডেস্ক,খাইবারপাখতুন,১১ জুন : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবারপাখতুন প্রদেশের বান্নু, লাক্কি মারওয়াত ও কারাক জেলায় ভারি বর্ষণে বাড়িঘর ধসে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক ট্রান্সমিশন টাওয়ার ভেঙে আরও ১৪৫ জন আহত হয়েছেন । এর আগে গত মাসে পাকিস্তানে গিলগিট-বালতিস্তানের আস্তোর জেলায় হঠাৎ তুষারধসের ঘটনায় মহিলা ও শিশুসহ ১১ জনের মৃত্যু হয় । আহত হয়ে ছিল আরও ২৬ জন ।
এই পরিস্থিতির মাঝেই এদিকে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আরব সাগর থেকে পাকিস্থানের ভূভাগের দিকে ধেয়ে আসছে । পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘূর্ণিঝড় মোকাবিলার জন্যও কর্মকর্তাদের জরুরি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, ঘণ্টায় ১৫০ কিলোমিটার (ঘণ্টায় ৯৩ মাইল) বেগে বাতাসের গতিতে প্রবল ঘূর্ণিঝড়টি দেশের দক্ষিণ দিকে ধেয়ে আসছে। গতবছর প্রবল বৃষ্টিতে পাকিস্তানে সৃষ্ট বন্যায় ৬৪৭ জন শিশুসহ ১ হাজার ৭৩৯ জন মারা যান। এটি ছিল পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর বন্যা। এতে প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় । ওই বন্যায় পাকিস্থানের অর্থনীতিকে বিধ্বস্ত করে দেয় । যার জের এখনো কাটিয়ে উঠতে পারেনি ওই মুসলিম রাষ্ট্রটি । এর মাঝে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ কি বিপর্যয় ডেকে আনে তানিয়ে চিন্তিত পাকিস্তান সরকার ।।

