এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ মে : এবারে নির্ধারিত সময়ের আটদিন আগেই বর্ষা ঢুকেছে । আবহাওয়া অফিসের মতে, মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে যাবে । যার প্রভাবে বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাতের পরিমান । আজ রবিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে । সেই সাথে বইছে ঝড়ো হাওয়া । পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর । সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় এই বিষয়ে সতর্কতা রয়েছে ।উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার ঝড়বৃষ্টি সম্ভাবনার কথা বলা হয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টিপাত হবে । সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। শুক্র ও শনিবার।প্রবল বৃষ্টিপাত হবে দুই বর্ধমান, বীরভূম,হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে।
পাশাপাশি আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, রবিবার ও সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । বুধবার
প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার জেলায়। এই জেলায় ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর বাদে উত্তরবঙ্গেত সব জেলাতেই ।।

