এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,০১ নভেম্বর : সোমবার (৩১ অক্টোবর ২০২২) সন্ধ্যা থেকে তামিলনাড়ুর চেন্নাই ও সংলগ্ন এলাকাগুলিতে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে । ফলে অনেক জায়গায় জল জমতে দেখা গেছে । গত কয়েক ঘণ্টায় শহরে বৃষ্টিপাতজনিত কারনে তিনজনের মৃত্যু হয়েছে । তার মধ্যে চেন্নাইয়ের পুলিয়ানথোপের প্রকাশ রেড্ডি কলোনিতে বারান্দার একাংশ ভেঙে মাথায় পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে । বিভি কলোনী ব্যাসারপদীতে সোমবার বাড়ির কাছে জমা জলে পা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন দুই ব্যক্তি।
এদিকে মঙ্গলবারেও চেন্নাই, কুড্ডালোর এবং তামিলনাড়ুর বেশিরভাগ অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে । যার ফলে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়ে গেছে । চেন্নাই কর্পোরেশন সমস্ত ২০০ ওয়ার্ডেও কমলা সতর্কতা জারি করা হয়েছে । ভারতের আবহাওয়া দফতরের (আইএমডি) পূর্বাভাস অনুসারে, উত্তর-পূর্ব মৌসুমী বায়ূর জেরেই এই বৃষ্টিপাত হচ্ছে । চেন্নাই এবং শহরতলিতে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । যে কারনে স্কুলগুলি আজ বন্ধ রাখতে বলা হয়েছে। কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং চেঙ্গলপাট্টু জেলার কালেক্টররাও বৃষ্টির কারণে স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছেন ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, রানিপেট, ভেলোর, তিরুপাত্তুর, কৃষ্ণগিরি, ধর্মপুরি এবং সালেম জেলাগুলিতে ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তামিলনাড়ুর চেন্নাই, চেঙ্গলপাট্টু, তিরুভান্নামালাই, ভিলুপুরম, কাল্লাকুরিচি, কুদ্দালোর, পেরাম্বলুর, আরিয়ালুর, থাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপট্টিনাম, মায়িলাদুথুরাই, পুদুক্কোট্টাই, নামাক্কাল এবং তিরুচি জেলার কয়েকটি জায়গাতেও ভারি ও অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে । পুদুচেরি এবং কারাইকালেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে হাওয়া অফিস ।।