এইদিন ওয়েবডেস্ক,বেলুচিস্তান,১৩ মে : বেলুচিস্তান প্রদেশে পাকিস্তানের সীমান্ত রক্ষীবাহিনীর একটি ক্যাম্পে সশস্ত্র হামলা চলিয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) যোদ্ধারা । শুক্রবার সকালে বেলুচিস্তান প্রদেশের মুসলিমবাগ এলাকার এফসি ক্যাম্পে এই হামলা চালানো হয় । পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে যে এই হামলার পর সেনা ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে । বিবৃতিতে দুই পাকিস্তানি সেনা ও দুই হামলাকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে । সংঘর্ষে এযাবৎ তিন সেনা আহত হয়েছে বলে জানা গেছে ।শুক্রবার গভীর রাত পর্যন্ত এই হামলা অব্যাহত ছিল বলে জানা গেছে । তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।
সম্প্রতি পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অবস্থানে টিটিপির হামলা বেড়েছে । পাকিস্তান সরকার মনে করে তালিবান ক্ষমতায় আসার পর তেহরিক-ই- তালিবান পাকিস্তানকে আফগানিস্তান থেকে হামলার প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিচ্ছে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তালিবানরা । তারা জানিয়েছে, কোনো দেশের উপর হামলার জন্য কাউকে আআফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না ।।