এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,১৪ অক্টোবর : শুক্রবার জ্ঞানবাপী মসজিদে কথিত ‘শিবলিঙ্গ’নিয়ে শুনানি হতে চলেছে । জ্ঞানভাপি কমপ্লেক্সের ভিতরে উজুখানায় পাওয়া কথিত শিবলিঙ্গের কার্বন ডেটিং-এর জন্য আবেদন জানিয়েছিলেন তিন মহিলা । বারাণসীর জেলা জজ অজয় কৃষ্ণ বিশ্বেশের এজলাসে ওই মামলার শুনানি হবে । আশা করা হচ্ছে এদিন গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করতে পারেন বিচারক ।
উল্লেখ্য,চলতি বছরের ১৬ মে সমীক্ষা চলাকালীন জ্ঞানভাপি কমপ্লেক্সের ভিতরে শিবলিঙ্গের মতো একটি আকৃতি পাওয়া গিয়েছিল । ওই অকৃতির কোনো প্রকার ক্ষতি না করে কার্বন ডেটিং-এর দাবি জানিয়েছিলেন ৪ বাদী মহিলা । গত ১১ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য ১৪ অক্টোবর দিন ধার্য করেছিলেন বিচারক । আঞ্জুমানে ইনাজানিয়া মসজিদ কমিটিকে এদিন জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । কার্বন ডেটিং ছাড়াও মামলাকারী কিরণ সিং জ্ঞানবাপী প্রাঙ্গণে পাওয়া শিবলিঙ্গের পূজার্চনা করার দাবিও জানিয়েছেন । দাবি জানানো হয়েছে অন্যান্য মূর্তি ও মালামাল রক্ষা করার । এদিন এই বিষয়েও শুনানি হতে চলেছে ।।